ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

রেকর্ড ও আক্ষেপে মোড়ানো ৭৩ রানের লিড

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১২:২১, ৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:২৩, ৩ জানুয়ারি ২০২২

লিটন দাস ও মোমিনুল হক

লিটন দাস ও মোমিনুল হক

কাঙ্ক্ষিত সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা হাতছাড়া করেন মোমিনুল হক ও লিটন দাস। তবে দুজনের ১৫৮ রানের জুটিতে এশিয়ার বাইরে নিজেদের দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ড গড়েছে বাংলাদেশ। সেইসঙ্গে এশিয়ার বাইরে প্রথমবারের মতো পরে ব্যাট করে প্রথম ইনিংসে লিড নেয়ার রেকর্ডও গড়েছে টাইগাররা। তৃতীয় দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১, লিড ৭৩ রানের।

সোমবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আর মাত্র ১৭টি বল মোকাবেলা করেই বিদায় নেন জয়। নেইল ওয়াগনরের বলে গালিতে হেনরি নিকোলসের তালুবন্দী হন তরুণ এই ওপেনার। এর আগে তাঁর ব্যাট থেকে আসে ৭৮টি মূল্যবান রান। জয়ের এই ২২৮ বলের ধৈর্যশীল ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির মার।

দ্বিতীয় টেস্ট খেলতে নেমে জয় সফল হলেও পারেননি দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ৫৩ বলে মাত্র ১২ রান করেন তিনি। মুশফিককে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। যাতে মধ্যাহ্ন বিরতির আগেই জোড়া ধাক্কা খায় সবেই দুইশ পার করা বাংলাদেশ। 

এ অবস্থায় মোমিনুলের সঙ্গে যোগ দেন ২০২১ সালের সবচেয়ে সফল ব্যাটার লিটন দাস। মোমিনুলের বিপক্ষে ওয়াগনর বেশ কয়েকটি সুযোগ তৈরী করলেও ৪ উইকেটে ২২০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। যাতে তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৪৫ রান।

তবে বিরতির পর ফিরে খোলস ছেড়ে বের হন মোমিনুল, বড় জুটি গড়েন লিটনকে নিয়ে। নিজের প্রথম ৪০টি রান ওয়ানডে মেজাজে খেলেই তুলে নেন লিটন। শুরুতে ধীরগতিতে ব্যাটিং করা মোমিনুলও এ সময় রান তোলার গতি বৃদ্ধি করেন। মাত্র একটি চারে প্রথম ১০০ বলে মাত্র ১৮ রান করা অধিনায়ক পরবর্তী ৩২ রান তোলেন মাত্র ৪৭ বল খেলেই, আরও চারটি চার হাঁকিয়ে। যা তাঁর ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক।

সেইসঙ্গে ১৭৪ বলে শতরান পূর্ণ করে লিটন ও মোমিনুলের জুটি। মোমিনুলের পরে অর্ধশতক তুলে নেন লিটনও। ৯৩ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। যা তাঁর টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটি। আর এরই সঙ্গে তৃতীয় সেশনের শুরুতেই বাংলাদেশকে লিড এনে দেন দুজনে। 

নিউজিল্যান্ডের মাটিতে এর আগেও লিড নিয়েছিল বাংলাদেশ, তবে তা ছিল দ্বিতীয় ইনিংসে। এবারই প্রথমবারের মতো এশিয়ার বাইরে পরে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসেই লিডের দেখা পেল টাইগাররা।

দলকে লিড এনে দিয়ে শতকের পথেই এগোচ্ছিলেন লিটন ও মোমিনুল- দুজনেই। কিন্তু শেষ পর্যন্ত দুইজনেই তা হাতছাড়া করেন। বোল্টের বলে ডাউন দ্য উইকেটে এসে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ-এর শিকার হন মোমিনুল। যা থেকে বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। 

আর এরই সঙ্গে থেমে যায় লিটনের সঙ্গে গড়া তাঁর ১৫৮ রানের মহাকব্যিক জুটিটাও। বাংলাদেশি কাপ্তানের ব্যাট থেকে আসে ৮৮ রান। তাঁর ২৪৪ বলের এই ধৈর্য্যশীল ইনিংসে ছিল ১২টি চারের মার। 

মুমিনুল ফেরার পরপরই বিদায় নেন লিটনও। বোল্টকে উড়িয়ে মারতে গিয়ে দৃষ্টিকটু এক শটে উইকেটরক্ষকের হাতে সহজ ক্যাচ দেন তিনি। ১৭৭ বলে লিটন করেন ৮৬ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চারের মারে। সেইসঙ্গে ৩৭০ রানে ৬ষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়ে অপরাজিত আছেন মিরাজ ও ইয়াসির। ইয়াসির আলী ধীরগতিতে খেলতে থাকলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন মেহেদী হাসান মিরাজ। এরইসঙ্গে এশিয়ার বাইরে ওভারের হিসেবে নিজেদের সবচেয়ে দীর্ঘ ইনিংস খেলার রেকর্ড পেরিয়ে যায় বাংলাদেশ। 

এর আগে এশিয়ার বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষেই ১৫২ ওভারের ইনিংস ছিল বাংলাদেশের দীর্ঘতম ইনিংস। আর সবমিলিয়ে এটি বাংলাদেশের পঞ্চম দীর্ঘতম ইনিংস।

দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। মিরাজ ৩৮ বলে ২০ রান ও ইয়াসির ৩৫ বলে ১১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড ৭৩ রান। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট ও ওয়াগনার তিনটি করে উইকেট শিকার করেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি