ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একের পর এক দুঃসংবাদে চাপে ভারতীয় শিবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৪ জানুয়ারি ২০২২

ফিজিওর মাঠ ছাড়ছেন মোহাম্মদ সিরাজ

ফিজিওর মাঠ ছাড়ছেন মোহাম্মদ সিরাজ

Ekushey Television Ltd.

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে আগেই ছিটকে গেছেন রোহিত শর্মা। জোহানেসবার্গ টেস্টে মাঠেই নামতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। আর পেটের সমস্যায় দ্বিতীয় টেস্টের জন্যও বিবেচিত হননি শ্রেয়াস আইয়ার। এবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চোট পেয়ে মাঠ ছাড়লেন পেসার মোহাম্মদ সিরাজ। ক্রমাগত দুঃসংবাদে দক্ষিণ আফ্রিকার মাটিতে বেশ চাপেই পড়ল টিম ইন্ডিয়া।

সেঞ্চুরিয়নের প্রথম টেস্টে গোড়ালি মচকে মাঠ ছাড়তে হয়েছিল পেসার জাসপ্রীত বুমরাহকে। যদিও পরে মাঠে ফেরেন তিনি এবং বলও করেন। এবার জোহানেসবার্গে প্রথম দিনের একেবারে শেষ বেলায় হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয় সিরাজের। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৭তম ওভারে ৫টি বল করে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। পরে তাঁর ওভারটি সম্পূর্ণ করেন শার্দুল ঠাকুর।

যদিও বিসিসিআইয়ার তরফে সিরাজের চোট নিয়ে এখনও কোনও আপডেট দেয়া হয়নি। চোট গুরুতর কিনা, তিনি দ্বিতীয় দিনে মাঠে নামতে পারবেন কিনা- আপাতত সে বিষয়ে কোনও নির্দিষ্ট খবর নেই। তবে হ্যামস্ট্রিংয়ের সমস্যা জটিল হলে জোহানেসবার্গ টেস্টে মুশকিলেই পড়তে পারে ভারত। 

কেননা, তাঁদের হাতে নেই বড় রানের পুঁজি। প্রোটিয়া পেস তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র দুইশ রান তুলতেই গুটিয়ে যায় ভারত। তাই কোনও কারণে সিরাজের মতো একজন বোলার বল করতে না পারলে, স্বাগতিক ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যেতে পারে।

চলতি জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ২০২ রানে অল-আউট হয়ে যায় ভারত। দলের হয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলই সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া, রবিচন্দ্রন অশ্বিন করেন ৪৬ রান। 

স্বাগতিক বোলারদের মধ্যে মারকো জানসেন ৩১ রানে ৪টি উইকেট দখল করেন। এছাড়া কাগিসো রাবাদা ও ডুয়ান্নে অলিভিয়ার নেন ৩টি করে উইকেট। 

পরে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডিল এলগার ১১ রানে কিগান পিটারসেন ১৪ রানে ক্রিজে আছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি