ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানিতে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৪ জানুয়ারি ২০২২

পরপর ৩টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসান এবাদত হোসাইন

পরপর ৩টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসান এবাদত হোসাইন

প্রথম ইনিংসের বড়সড় ঘাটতি পূরণ করে নিউজিল্যান্ড তাঁদের দ্বিতীয় ইনিংসে যখন পাল্টা লড়াইয়ের চেষ্টায় রত, ঠিক তখনই কিউয়ি শিবিরে মোক্ষম আঘাত হানেন এবাদত হোসেন। মূলত চতুর্থ দিনের শেষবেলায় এই পেসারের দুর্দান্ত একটা স্পেলই বাংলাদেশ শিবিরে এনে দেয় ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি।

স্বাগতিকদের ৩২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৪০১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষে করে বাংলাদেশ। এরপর চতুর্থ দিনে খেলতে নেমে বাংলাদেশ অল-আউট হয়ে যায় ৪৫৮ রানে। অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে ১৩০ রানে এগিয়ে থাকেন মোমিনুলরা।

বাংলাদেশের হয়ে মাহমুদুল হাসান জয় ৭৮, নাজমুল হোসাইন শান্ত ৬৮, অধিনায়ক মোমিনুল হক ৮৮, লিটন দাস ৮৬ ও মেহেদি হাসান ৪৭ রান করেন। কিউয়িদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৪টি, নেইল ওয়াগনর ৩টি, সাউদি ২টি এবং জেমিসন ১টি উইকেট নেন।

পরে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একটা সময় ২ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলে ফেলে। তবে দিনের শেষবেলায় মাত্র তিন ওভারের ব্যবধানে ৩টি উইকেট খুইয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এসময় পেসার এবাদত পরপর ফিরিয়ে দেন উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলকে। তারও আগে তিনি তুলে নেন প্রথম ইনিংসের সেঞ্চুরিম্যান ডেভন কনওয়ের উইকেটটিও।

আপাতত চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। অর্থাৎ মাত্র ১৭ রানের লিড রয়েছে কিউয়িদের হাতে। শেষ দিনে নিউজিল্যান্ডকে দ্রুত অল-আউট করতে পারলে বাংলাদেশ জয় তুলে নিতে পারে প্রথম টেস্টেই। যা হবে কিউয়িদের মাটিতে টাইগারদের প্রথম কোনও জয়। নতুন বছরেই লেখা হবে নতুন ইতিহাস।

যাইহোক, দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে উইল ইয়ং ৬৯ রান করে আউট হন। তবে ৩৭ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ রস টেইলর। এবাদত ৩৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি