ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে চেলসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৬ জানুয়ারি ২০২২

টটেনহ্যামকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো চেলসি।

বুধবার রাতে ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কাই হার্ভাটজের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর টটেনহ্যামের বেন ডেভিসের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

স্ট্যামফোর্ড ব্রিজে পুরো ম্যাচেই আধিপত্য ছিল চেলসির। ম্যাচের ৫ মিনিটে হার্ভাটের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ম্যাচের ৩৪ মিনিটে টোটেনহামের ডিফেন্ডার তাংগাংগা হেডে বল ক্লিয়ার করতে গেলে, বল সতীর্থ ডেভিসের গায়ে লেগে নিজেদের জালে জড়ায়। তাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় টমাস টুখেলের দল।

৬৬তম মিনিটে টিমো ভেরনারের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস।

বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেলের শিষ্যরা।

আগামী ১২ জানুয়ারি টটেনহ্যামের মাঠে হবে শেষ চারের ফিরতি লেগ।

এএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি