ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কোচ গার্দিওলাকে ছাড়াই বড় জয় ম্যানসিটির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৪:০৯, ৮ জানুয়ারি ২০২২

এফএ কাপ ফুটবলে কোচ গার্দিওলাকে ছাড়াই বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সুইডেন টাউনকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে সিটি।

এই জয় আইসোলেশনে থাকা কোচ পেপ গার্দিওলাকে স্বস্তি দিল ম্যানসিটির খেলোয়াড়েরা। 

কোচের জায়গায় ডাগআউটে দেখা গেছে সিটির সহকারী ম্যানেজার রদোলফো বোরেলকে। তবে গার্দিওলার না থাকা কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি সিটির পারফরম্যান্সে। 

৪-১ গোলে সুইডেনকে হারিয়ে এফএ কাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে সিটিজেনরা। 

গোল করেছেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস, জার্মান মিডফিল্ডার ইলকায় গুনদোয়ান ও ইংলিশ স্ট্রাইকার কোল পালমার। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি