ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ক্রাইস্টচার্চে ‘চ্যালেঞ্জ’ নয়, জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৫৫, ৮ জানুয়ারি ২০২২

নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে সিরিজে এগিয়ে থাকার পরিস্থিতি সবসময় মেলে না। প্রথমবারের মতো তা মিললেও এবার থাকছে সিরিজ জয়ের চ্যালেঞ্জ, ম্যাচ ড্রয়ের চ্যালেঞ্জ কিংবা আরও একটা জয়ের চ্যালেঞ্জ। তবে ক্রাইস্টচার্চ টেস্ট ও এর পিচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ। 

এর কারণটাও সুস্পষ্ট। নিজেদের মাটিতে নিউজিল্যান্ড দল যে বরাবরই অপ্রতিরোধ্য। তাইতো প্রথম ম্যাচটি হেরে টম ল্যাথামের দল এখন ঘুরে দাঁড়াতে মরিয়া। আর এই শক্তিশালী প্রতিপক্ষকে সামলাতে হলে নিজেদের কাজটা ঠিকঠাক করা চাই- মূলত এখন সেদিকেই পূর্ণ মনোযোগ টাইগারদের। বাংলাদেশ তাই চ্যালেঞ্জ দিচ্ছেও না, নিচ্ছেও না!
 
দলের সঙ্গে থাকা নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ বলেন, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই তারা দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আসলে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না বা চ্যালেঞ্জ দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে।’

তবে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়া এত সহজ হবে না বলেও হুঁশিয়ারিটাও দিয়ে রাখলেন রাজ। তিনি বলেন, ‘আমরা তো একটা ম্যাচ জিতে এসেছি। আমাদের কাছ থেকে ফলাফল বের করাও ওদের জন্য কঠিন হবে, এত সহজ হবে না।’

যখন যে দলটাই বাংলাদেশ দল হয়ে খেলে আমি তাদের ওপর বিশ্বাসী থাকি। এই গ্রুপটাও ব্যতিক্রম নয়। আমি অবশ্যই তাদের সবার ওপর বিশ্বাস রাখি। যে টেস্ট গেছে সেটা অসাধারণ ছিল। আশা করব এই পারফরম্যান্স ধরে রাখবে দলের সদস্যরা। তাহলে আসন্ন টেস্টেও আরও উন্নতি করতে পারবে।

এদিকে, প্রথমবারের মত নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারানো টাইগাররা এবার সিরিজও জিততে মরিয়া। সেজন্য ক্রাইস্টচার্চ টেস্টে নিজেরা না হারলেই চলবে অর্থাৎ ড্র করলেই চলবে। তবে তাসকিন জানালেন, তারা মাঠে নামবেন আরও একটি জয়ের লক্ষ্যেই।

দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় বলেন, ‘কালকে আমাদের আরও একটি টেস্ট ম্যাচ শুরু হবে। সবকিছু মিলিয়ে সবার মানসিকতা ও প্রস্তুতি ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি