ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

আর মাত্র ১২৭ রান দরকার মুশফিকের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ৮ জানুয়ারি ২০২২

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

দেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ১২৭ রান দরকার বাংলাদেশের সাবেক অধিনায়ক ও মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের।

রোববার থেকে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে ওই রান করতে পারলেই দেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন মুশফিক।

এর আগে মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক জয় পাওয়া সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ১২ ও অপরাজিত ৫ রান করেন মুশফিক। এতে ৭৮ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে মুশির রান এখন ৪৮৭৩। 

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৫ টেস্টের ১০ ইনিংসে ২৩৯ রান করেছেন মুশফিক। ব্যাটিং গড় ২৯ দশমিক ৮৭। নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশি। 

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট ৯টি টেস্ট খেলেছেন মুশফিক। যেখানে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে মোট ৪৪২ রান করেছেন তিনি।  

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি