ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

দুবার জীবন পাওয়া ল্যাথামেই নাজেহাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:৫৩, ৯ জানুয়ারি ২০২২

দেড় শতাধিক রানের ইনিংস খেলে অপরাজিত টম ল্যাথাম

দেড় শতাধিক রানের ইনিংস খেলে অপরাজিত টম ল্যাথাম

একেই বলে কপাল! এক ওভারে দুই-দুইবার আউটের ঘোষণা পেয়েও বেঁচে গেলেন টম ল্যাথাম। মাত্র ১৬ রানে দুবার জীবন পাওয়া সেই ল্যাথামেই রীতিমত নাজেহাল বাংলাদেশ বোলিং লাইন আপ। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৬ থেকে ১৭০ রান করেও অপরাজিত কিউয়ি ক্যাপ্টেন। যাতে তিনশ ছোঁয়া নিউজিল্যান্ডও পেয়ে গেল শক্ত অবস্থান।

রোববার ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে মাত্র একটি উইকেট হারিয়েই ২৯৫ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। বাংলাদেশি বোলারদের হতাশার দিনে একমাত্র উইকেটটি নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

হ্যাগলি ওভালের সবুজ উইকেট দেখে যা ভাবা হয়েছিল, হচ্ছে ঠিক তার উল্টোটাই। টস জিতে বড় আশা নিয়ে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। দুই পেসার তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম শুরুটাও করেছিলেন দারুণ। দুজনের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ৮ ওভারে মাত্র ২২ রান তুলতে পারে কিউয়িরা।

নবম ওভারে গত ম্যাচের নায়ক এবাদত হোসাইনকে আক্রমণে নিয়ে আসেন মোমিনুল। প্রথম ওভারেই ভয় ছড়িয়েছিলেন ডানহাতি এই পেসার, পেতে পারতেন উইকেটও। কিন্তু তা আর হল কই!

এবাদতের ওভারের দ্বিতীয় বলটি ল্যাথামের থাই প্যাডে আঘাত করলে জোরালো আবেদন করে বাংলাদেশ দলের ফিল্ডাররা। আম্পায়ারও সেই আবেদনে সাড়া দেন, তুলে দেন আঙুলও। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ল্যাথাম। রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্ট্যাম্প দিয়ে বেরিয়ে যাচ্ছে।

একই ওভারের পঞ্চম বলে ফের আবেদন। এবারও এবাদতের আবেদনে আঙুল তোলেন আম্পায়ার এবং এবারও রিভিউ নিয়ে বেঁচে যান টম ল্যাথাম। রিপ্লেতে দেখা যায়, বল স্ট্যাম্পের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে।

দুইবার বেঁচে যাওয়া ল্যাথাম সুযোগের সদ্ব্যবহার করেন পুরোপুরিই। উইকেটে সেট হয়ে দেখিয়েছেন ভয়াল রূপ। প্রথমে উইল ইয়াংকে নিয়ে প্রথম সেশনটা অনায়াসে কাটিয়ে দেয়ার দেন কিউয়ি ক্যাপ্টেন। যাতে ২৫ ওভারে বিনা উইকেটে ৯২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় নিউজিল্যান্ড।

বিরতির পরপরই আরেকটি সুযোগ তৈরি করেছিলেন এবাদত। এবার ইয়াংয়ের ক্যাচ দ্বিতীয় স্লিপে ফেলে দেন লিটন দাস। ওই বলে দৌড়ে তিন রান নেয়ার পর ওভার থ্রোতে আরও চার রান পেয়ে যায় স্বাগতিকরা।

এমন সব সুযোগ পেয়ে চালিয়ে খেলতে থাকেন দুই কিউয়ি ব্যাটার। চারের কাছাকাছি ওভারপ্রতি রান নিয়ে এগোচ্ছিলেন ল্যাথাম-ইয়াং জুটি। শেষপর্যন্ত তাদের ১৪৮ রানের উদ্বোধনী জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম।

শরীরের বাইরের বল মারতে গিয়ে পয়েন্টে নাইম ইসলামের ক্যাচ হন ইয়াং। ৫৪ রানে থামে কিউই ওপেনারের ইনিংস। তবে হোম গ্রাউন্ডে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি দুই-দুইবার জীবন পাওয়া টম ল্যাথাম।

ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ল্যাথাম অপরাজিত আছেন ১৬৯ রানে। সঙ্গে তৃতীয় ফিফটি হাঁকিয়ে ৭০ রানে ব্যাট করছেন ডেভন কনওয়ে। আর তাঁদের ১৫৩ রানের জুটিতে তিনশ ছাড়াল নিউজিল্যান্ডের স্কোর। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি