ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টাইগারদের ‘গার্ড অফ অনার’ কোনদিনই ভুলবেন না টেইলর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১১ জানুয়ারি ২০২২

ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেইলর। প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে টেইলরকে ‘গার্ড অফ অনার’ দেয় বাংলাদেশের ক্রিকেটাররা।

বাংলাদেশের ক্রিকেটারদের এমন সম্মানে অভিভূত টেইলর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিমত তুলে ধরেছেন তিনি। 

বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে টেইলর লিখেন, ‘আজ ক্রিজে হেঁটে যাওয়ার পথে সত্যিকারের বিনম্র মুহূর্তের জন্য তোমাদের ধন্যবাদ বাংলাদেশ টাইগার্স। এটা এমন কিছু যা কোনদিন ভুলবো না।’

বাংলাদেশের কাছ থেকে এমন সম্মান পেয়ে অভিভূত টেইলর হাত মেলান টাইগার অধিনায়ক মোমিনুল হকের সাথে। এ সময়ে মাঠে উপস্থিত সকল দর্শকও দাঁড়িয়ে হাততালি দিয়ে টেইলরকে সম্মান জানান। 

এর আগে টেইলর মাঠে নামতেই দর্শকদের করতালিতে ক্রাইস্টচার্চের হাগলি ওভাল মুখরিত হয়ে উঠে। 

এই ইনিংসে ৪টি বাউন্ডারিতে ৩৯ বলে ২৮ রান করে বাংলাদেশের পেসার এবাদত হোসেনের বলে আউট হন টেইলর। 

নিউজিল্যান্ডকে যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়, তবে শেষবারের মত ২২ গজে দেখা যেতে পারে টেইলরকে। তবে এটা হয়তো হবে না। কেননা বাংলাদেশে ইতিমধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে, ফলোঅন এড়াতে টাইগারদের দরকার ২৪৩ রান।

টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ৩৭ বছর বয়সী টেইলর। এ পর্যন্ত ১১২ ম্যাচে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরিতে ৭৬৮৩ রান করেছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি