ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

চীনা সংস্থাকে হটিয়ে আইপিএলের টাইটেল স্পন্সর ‘টাটা’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১১ জানুয়ারি ২০২২

আইপিএল

আইপিএল

চীনা সংস্থা ভিভো-কে হটিয়ে আসন্ন ২০২২ সালের আইপিএল আসরের টাইটেল স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ। ভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

মঙ্গলবার সকালে এএনআইকে আইপিএলের চেয়ারম্যান বলেন, ‘চীনা প্রস্তুতকারী সংস্থা ভিভোর পরিবর্তে আগামী বছর অনুষ্ঠিতব্য আইপিএলের টাইটেল স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ।’ 

এদিন সকালের দিকেই ব্রিজেশ প্যাটেলকে উদ্ধৃত করে এএনআই জানায়, আইপিএল থেকে সরে যেতে চাইছে ভিভো। 

এর আগে গত বছরেই অবশ্য আইপিএলের একটি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছিল, ‘ভিভো চুক্তি শেষ করতে চায়। সেই বিষয়টি সামনে আসার পরই আমরা টাটাকে টাইটেল স্পন্সর হিসেবে বিবেচনা করছি। ভিভোর সঙ্গে চুক্তির দু'বছর এখনও বাকি আছে। তাই বাকি সময়ের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হবে টাটা।’ সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি