ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাটারদের উপর রাগে ফুঁসছেন কোহলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ১৫ জানুয়ারি ২০২২

বিরাট কোহলী

বিরাট কোহলী

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হল না ভারতের। প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হল তাদের। দ্বিতীয় টেস্টে হারের পেছনে একটিই কারণ খুঁজে পেয়েছেন বিরাট কোহলী। সেটি হল ব্যাটিং ব্যর্থতা।

দলের এই ব্যাটিং নিয়ে রাগে ফুঁসছেন কোহলী। ব্যাটারদেরই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন হারের জন্য। তাঁর বক্তব্য, ‘‘অস্বীকার করার কোনও জায়গা নেই, বার বার আমাদের ব্যাটিং ব্যর্থ হচ্ছে। বার বার ব্যাটিং মুখ থুবড়ে পড়ছে। এটা খুব একটা ভাল বিষয় নয়। কোনও সন্দেহ নেই, এটাই হারের কারণ। আর কোনও কারণ আমি খুঁজে পাচ্ছি না। এখানে অজুহাতের কোনও জায়গা নেই। ব্যাটিং সত্যিই হতাশাজনক।’’

কেপ টাউনে সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারের পর ভারত অধিনায়ক বলেন, ‘‘গুরুত্বপূর্ণ সময়ে আমাদের মনোসংযোগে চিড় ধরেছে। একাধিক বার এটা হয়েছে। আর ওই সময়গুলোকেই ওরা খুব ভাল কাজে লাগিয়েছে।’’

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে জিতলেও দক্ষিণ আফ্রিকায় বার বার কেন হারতে হচ্ছে? এর জবাবে কোহলী বলেন, ‘‘অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে আমরা ভাল খেলেছি মানেই দক্ষিণ আফ্রিকাতেও জিতব, ব্যাপারটা এ রকম নয়। আসল কথা হল, দক্ষিণ আফ্রিকায় আমরা এখনও জিততে পারিনি। ব্যাপারটা মেনে নিতে হবে।’’

এরপর কোহলীর ব্যাখ্যা, ‘‘আসলে বিদেশের মাটিতে আমরা যে সাফল্যগুলো পেয়েছি, সেগুলোর দিকে তাকালে দেখা যাবে যখন ম্যাচের রাশ আমাদের হাতে ছিল, তখন সেটা আমরা কাজে লাগিয়েছি। যখনই সেটা করতে পেরেছি, জিতেছি। আর যখন সেটা করতে পারিনি, তখন ৩০-৪০ মিনিটের খারাপ ব্যাটিংয়ে আমাদের ডুবতে হয়েছে।’’

হারলেও তিনজনের ব্যাটিংয়ে ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন কোহলী। তিনি বলেন, ‘‘ওপেনার হিসেবে রাহুল খুব ভাল ব্যাট করেছে। ময়ঙ্ক ভাল খেলেছে। আর এই টেস্টে ঋষভ পন্থের ইনিংস সত্যিই ভাল। এগুলো আমাদের জন্য ইতিবাচক দিক। আর সেঞ্চুরিয়নের জয়টা অবশ্যই স্পেশাল।’’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি