ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মোমিনুলের সেই ভাইরাল ছবি দিয়েই কলকাতায় করোনা প্রচারণা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১৫ জানুয়ারি ২০২২

জেমিসন-মোমিনুলের সেই ভাইরাল ছবি

জেমিসন-মোমিনুলের সেই ভাইরাল ছবি

তালগাছসম কাইল জেমিসনের সামনে দাঁড়িয়ে লিলিপুট মোমিনুল হক! সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সেই ছবি রীতিমত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এবার সেই ভাইরাল ছবি দিয়েই করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্ক পরার আর্জি জানাল কলকাতা পুলিশ। যা ভাইরাল হয়েছে মুহূর্তেই।

শুক্রবার কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুকে জেমিসন এবং মোমিনুলের সেই ছবি পোস্ট করা হয়। জেমিসনের ছবির পাশে লেখা হয়, ‘করোনার তৃতীয় ঢেউ।’ আর বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মোমিনুলের ছবির পাশে লেখা আছে, ‘মাস্ক ছাড়া রাস্তায় যারা।’

যে ছবিটি রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে এক ব্যবহারকারী লিখেছেন, ‘কলকাতা পুলিশও এখন মিম বানাচ্ছে। চালিয়ে যান।’ আরেকজন লেখেন, ‘চিন্তাভাবনাটা দুর্ধর্ষ।’ 

অন্য একজনের বক্তব্য, ‘উচ্চতায় লম্বা হলেও ছোটোখাটো মোমিনুলদের কাছে সেদিন ধরাশায়ী হয়েছিল কিউয়িরা। তাই আমরাও হয়তো তৃতীয় ঢেউকে পরাজিত করে ভেসে ভেসে বেঁচে থাকতে পারি।’ 

আরেক নেটিজেন আবার বলেন, ‘দারুণ, দারুণ। বার্তাটা একেবারে পরিষ্কার। এর বড়বড় হোর্ডিং বানিয়ে শহরজুড়ে টাঙিয়ে দিন।’ 

তবে অনেকেই আবার ক্ষোভ প্রকাশ করেছেন।  বাংলাদেশের এক নেটিজেন লিখেছেন, ‘মোমিনুলের জায়গায় নিজেদের কাউকে দাঁড় করিয়ে দিন। কারণ এই মোমিনুলবাহিনী সেদিন করোনার তৃতীয় ঢেউকে (নিউজিল্যান্ড) বিধ্বস্ত করে দিয়েছিল।’

উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুইতে অনুষ্ঠিত নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা জেমিসন এবং ৫ ফুট ২ ইঞ্চির মোমিনুলের মধ্যে মুখোমুখি হওয়ার ওই ঘটনা ঘটেছিল। 

সেদিন মোমিনুলের বিপক্ষে লেগ বিফোরের জোরালো আবেদন করেছিলেন কিউয়ি দীর্ঘদেহী এই পেসার। কিন্তু তা নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার। তাতে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন জেমিসন। রাগে মোমিনুলের সামনে এসেই দাঁড়িয়ে পড়েছিলেন। 

ওইসময় মোমিনুলও তাঁকে জবাব দিতে তাঁর (উপরের) দিকে তাকিয়েছিলেন। যে ছবিটি রীতিমত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। শেষপর্যন্ত অবশ্য সেই লিলিপুট মোমিনুলরাই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল প্রথম টেস্টে। যদিও পরের টেস্টেই হেরে যায় বাংলাদেশ। 

তবে প্রথমবারের মতো জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ছাড়া র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে অবস্থান করা কোনও দলের মাটিতে খেলে সিরিজ ১-১-এ ড্র করল মোমিনুল হকের দল।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি