ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কোহলি ইস্যুতে এবার মুখ খুললেন গিলক্রিস্ট-ওয়ার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৫ জানুয়ারি ২০২২

কোহলি ইস্যুতে এবার মুখ খুললেন গিলক্রিস্ট ও ওয়ার্ন

কোহলি ইস্যুতে এবার মুখ খুললেন গিলক্রিস্ট ও ওয়ার্ন

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টের সময় বিতর্কিত ডিআরএস সিদ্ধান্তে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ট্যাম্প মাইক ক্যামেরার সামনে প্রতিবাদের কড়া সমালোচনায় মত্ত সাবেক অভিজ্ঞ ক্রিকেটাররা। যে তালিকায় এবার যোগ দিলেন দুই অজি কিংবদন্তী শেন ওয়ার্ন ও অ্যাডাম গিলক্রিস্ট।

এর আগে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেন, কোহলিকে তাঁর কাজের জন্য জরিমানা বা সাসপেন্ড করা উচিত। তাঁর সঙ্গে একমত পোষণ করে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ড্যারিল কালিনান মনে করেন, ভারত অধিনায়ককে 'কঠোর শাস্তি' দেয়া উচিত। 

এই দুজনের পর এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক দুই কিংবদন্তি শেন ওয়ার্ন এবং অ্যাডাম গিলক্রিস্টও।

সাবেক অজি লেগ-স্পিনার তো কোহলির এমন সিদ্ধান্তের জন্য হতাশার দিকে ইঙ্গিত করেন, যা সময়ের সাথে সাথে আরও খারাপ হয়ে যায়। ওয়ার্ন বলেন, ‘দেখুন, এটি একটি আকর্ষণীয় ঘটনা। আমি নিশ্চিত নই যে, একটি আন্তর্জাতিক দলের অধিনায়কের পক্ষে এটি করা উচিত। কিন্তু মাঝে মাঝে হতাশা বাড়ে, আপনি খুব হতাশ হয়ে পড়েন এবং সেই কারণেই আমি বলেছিলাম যে, আমার মনে হয় এই সিরিজে তিন বা চারবার এমন হয়েছে কিনা এবং তারপরে আমরা ভেবেছিলাম এটাই যথেষ্ট, এখন এটি আর ঘটবে না।’

বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টও। তিনি বলেন, ভারতীয় অধিনায়কের হতাশা বাড়ছিল এবং তারপরে তা সেই চরম মুহূর্তে পৌঁছে যায়। 

গিলক্রিস্টের ভাষায়, ‘আমি যে অভিযোগটি নিয়ে আগ্রহী তা হল- এর সমস্তটাই পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। অনেকদিন ধরেই এমনটা হয়ে আসছে, তারপরে সেদিন তা একটা চরম পর্যায়ে পৌঁছেছে।’ 

এসময় এমনকি ২০১৮ সালের সেই ব্যানক্রফ্ট স্যান্ডপেপার ঘটনাটিও তুলে ধরেন অ্যাডাম গিলক্রিস্ট। 

অন্যদিকে, এলগারকে অশ্বিনের করা সেই বলটি স্ট্যাম্পে আঘাত করার মতো দেখাচ্ছিল উল্লেখ করে ওয়ার্ন বলেন, 'বলটি মিডল স্ট্যাম্পে যেতে পারে বলেই মনে হচ্ছিল, উইকেটের উপর দিয়ে যাওয়ার উপায় ছিল না।’ 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি