ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বিরাট কোহলির ‘কঠোর শাস্তি’ দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ১৫ জানুয়ারি ২০২২

বিরাট কোহলি

বিরাট কোহলি

সদ্যই শেষ হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। যা ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। তবে শেষ হয়নি বিতর্ক। শনিবার শেষ হওয়া কেপটাউন টেস্টে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার লেগ বিফোর আউট না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ‘স্ট্যাম্পের মাইকে’ নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি-লোকেশ রাহুল ও রবীচন্দ্রন অশ্বিন।

তবে ভারত অধিনায়কের স্ট্যাম্পের মাইকে ক্ষোভ প্রকাশের ধরণটা মোটেও ভালো লাগেনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের। এমনকি কোহলির শাস্তিও চান ভন। 

হোবার্টে চলমান অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে ধারাভাষ্য দিতে গিয়েই কেপটাউনে কোহলিদের এমন কাণ্ড চোখে পড়ে ভনের। এ বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে কোহলির শাস্তিও দাবি করেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। 

অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসকে মাইকেল ভন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, ভারতীয়দের কাছ থেকে এই আচরণ অপ্রত্যাশিত। যে কোনও সিদ্ধান্ত কখনও পক্ষে যাবে, কখনও বিপক্ষে যাবে। তাদের মনে হয়েছে এটা তাদের পক্ষে যাওয়া উচিত ছিল। বিরাট কোহলি ক্রিকেটের কিংবদন্তি। কিন্তু তাঁর এমন আরচরণ গ্রহণযোগ্য নয়। টেস্ট ক্রিকেটে এমন আচরণ ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘আইসিসিকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। স্ট্যাম্প মাইক্রোফোনে অশ্বিন ও ভারতীয় অধিনায়ক যা করেছেন, সেটা কোনভাবেই মেনে নেয়া যায় না।’

কোহলির শাস্তির বিষয়ে ভন বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে তাঁর এমন আচরণ মেনে নেয়া যায় না। তার জরিমানা হওয়া উচিত, সম্ভব হলে নিষেধাজ্ঞা দেয়া উচিত। একজন অধিনায়ক হিসেবে একটা আন্তর্জাতিক ম্যাচে আপনি এমন আচরণ করতে পারেন না।’

ভনের সঙ্গে একমত পোষণ করে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ড্যারিল কালিনান মনে করেন, ভারত অধিনায়ককে ‘কঠোর শাস্তি’ দেয়া উচিত। 

কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের টার্গেট দেয় ভারত। শুক্রবার তৃতীয় দিনে সেই লক্ষ্যে ব্যাট হাতে নেমে ২১তম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের বিপক্ষে লেগ বিফোর আউটের আবেদন করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। সেই আবেদনে সাড়া দিয়ে আউটও দেন দক্ষিণ আফ্রিকার অন-ফিল্ড আম্পায়ার মরিস এরাসমাস। 

তবে রিভিউ নেন এলগার। যাতে দেখা যায়, বল স্ট্যাম্পের উপর দিয়ে চলে যাচ্ছে। অথচ বল নিচের দিকেই ছিল। কিন্তু টিভি রিপ্লে দেখে এবং থার্ড আম্পায়ার আউট বাতিল করলে ক্ষোভে ফুঁসে ওঠেন কোহলি ও তাঁর দলের সদস্যরা। 

স্ট্যাম্প মাইকের কাছে গিয়ে ঝুঁকে ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘দারুণ ডিআরএস, খুব ভাল খেললে। শুধু বিপক্ষ নয়, নিজের দলের দিকেও দেখো, সবসময় অন্যকে ধরতে চাইছ?’

কোহলির এমন কাণ্ডে প্রতিবাদের কড়া সমালোচনায় মত্ত হয়েছেন সাবেক অভিজ্ঞ ক্রিকেটাররা। যে তালিকায় যোগ দিয়েছেন দুই অজি কিংবদন্তী শেন ওয়ার্ন ও অ্যাডাম গিলক্রিস্টও। 

গিলক্রিস্টের ভাষায়, ‘আমি যে অভিযোগটি নিয়ে আগ্রহী তা হল- এর সমস্তটাই পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। অনেকদিন ধরেই এমনটা হয়ে আসছে, তারপরে এদিন তা একটা চরম পর্যায়ে পৌঁছেছে।’

ওয়ার্ন বলেন, ‘দেখুন, এটি একটি আকর্ষণীয় ঘটনা। আমি নিশ্চিত নই যে, একটি আন্তর্জাতিক দলের অধিনায়কের পক্ষে এটি করা উচিত। কিন্তু মাঝে মাঝে হতাশা বাড়ে, আপনি খুব হতাশ হয়ে পড়েন এবং সেই কারণেই আমি বলেছিলাম যে, আমার মনে হয় এই সিরিজে তিন বা চারবার এমন হয়েছে কিনা এবং তারপরে আমরা ভেবেছিলাম এটাই যথেষ্ট, এখন এটি আর ঘটবে না।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি