ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অতঃপর টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১৫ জানুয়ারি ২০২২

বিরাট কোহলি

বিরাট কোহলি

গত বছর টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছেড়েছিলেন। পরে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়া হয় তাঁকে। এরপর থেকেই ভারতীয় ক্রিকেটে চলছিল সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা ও বিতর্ক।

সেই বিতর্ক না থামতেই দক্ষিণ আফ্রিকা সফরের শেষ দিকে এসে আরেক বিতর্কের জন্ম দেন ভারতের টেস্ট অধিনায়ক। যে বিতর্ক দ্বিগুণ হয় প্রোটিয়াদের কাছে সিরিজ হারের পরই। এমনকি তাঁর শাস্তিও দাবিও জানান অনেকে। 

তবে শাস্তি না পেলেও সতর্কবার্তার মাধ্যমে শেষ হওয়া স্ট্যাম্প মাইক কাণ্ডের রেশ না কাটতেই এবার বড়সড় চমক দিলেন বিরাট কোহলি। ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন তিনি।

শনিবার এক ইনস্টাগ্রাম পোস্টে বিরাট বলেন, ‘দলকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে সাত বছরের প্রতিটা দিন পরিশ্রম করেছি। নিরবিচ্ছিন্ন অধ্যবসায় বজায় রেখে চলেছি। চূড়ান্ত সততার সঙ্গে আমি সেই কাজটা করেছি। সেখানে কিছু ফাঁক রাখিনি। তবে সবকিছুকেই কোনও না কোনও সময় থামতে হয়। আমার কাছে ভারতীয় দলের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার সময়টা এসে গিয়েছে।’

কোহলি আরও যোগ করেন, ‘দীর্ঘ যাত্রাপথে প্রচুর সাফল্য এসেছে। ব্যর্থতারও সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কখনও প্রয়াস বা আত্মবিশ্বাসের ঘাটতি হয়নি। আমি যা কিছু করি, তাতে বরাবর ১২০ শতাংশ উজাড় করে দেয়ার তত্ত্বে বিশ্বাস করে এসেছি। আমি যদি সেটা করতে না পারি, তাহলে আমি ভালোভাবে জানি যে, সেটা করা আমার জন্যে ঠিক নয়। আমার হৃদয়ে পুরোপুরি স্বচ্ছতা আছে। আমার দলের প্রতি আমি অসত্‍ হতে পারি না।’

বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরির মালিক বলেন, ‘এত দীর্ঘ সময় ধরে আমায় দেশের নেতৃত্ব দেয়ার সুযোগ প্রদানের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমার সতীর্থদের, যারা প্রথম দিন থেকে দলকে নিয়ে আমার যে লক্ষ্য ছিল, তার সঙ্গী হয়েছেন। কোনও পরিস্থিতিতে তারা হাল ছাড়েনি। তোমাদের ধন্যবাদ, এই যাত্রাকে এতটা সুন্দর এবং স্মরণীয় করে তোলার জন্য।’

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে তিনি যে সাফল্য পেয়েছেন, তাতে রবি শাস্ত্রী এবং সাপোর্ট স্টাফদের ‘ইঞ্জিন’ হিসেবে উল্লেখ করেছেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘রবি ভাই (রবি শাস্ত্রী) এবং সকল সাপোর্ট স্টাফরা এই গাড়ির ইঞ্জিন হয়ে কাজ করেছেন। যাঁরা লাগাতার টেস্ট ক্রিকেটে আমাদের উপরের দিকে নিয়ে গিয়েছেন। সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’ 

এ সময় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও ধন্যবাদ জানাতে ভোলেননি বিরাট। যে ধোনির হাত থেকেই ২০১৪ সালে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন বিরাট। তিনি বলেন, ‘শেষে মহেন্দ্র সিং ধোনিকে বড়সড় ধন্যবাদ জানাতে চাই। যিনি অধিনায়ক হিসেবে আমার উপর ভরসা রেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে, আমি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

টেস্টে ২৭ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি ভারতকে মোট ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জয় পেয়েছেন। হারের স্বাদ পেয়েছেন ১৭টিতে এবং বাকি ১১টি টেস্ট ড্র হয়।

এই পরিসংখ্যান নিয়ে সেরা সাফল্যমণ্ডিত টেস্ট অধিনায়কের তালিকায় গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং ও স্টিভ ওয়াহদের পরেই ৪ নম্বরে অবস্থান করছেন কোহলি। তবে নিজ দেশের হয়ে এক নম্বরেই আছেন তিনি। ৬০ ম্যাচে ২৭ জয় নিয়ে তাঁর পরেই আছেন মহেন্দ্র সিং ধোনি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি