ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কমনওয়েলথে বাঘিনীদের উড়ন্ত সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৮ জানুয়ারি ২০২২

কমনওয়েলথ গেমসের প্রমীলা ক্রিকেট ইভেন্টের বাছাইপর্বে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ

কমনওয়েলথ গেমসের প্রমীলা ক্রিকেট ইভেন্টের বাছাইপর্বে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ

Ekushey Television Ltd.

কমনওয়েলথ গেমসের প্রমীলা ক্রিকেট ইভেন্টের বাছাইপর্বে উড়ন্ত সূচনাই পেল বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাঘিনীরা।

কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোণঠাসা হয়ে পড়ে মালয়েশিয়ার মেয়েরা। যাতে নির্ধারিত ২০ ওভার খেলেও ৯ উইকেট হারিয়ে মাত্র ৪৯টি রান জড়ো করতে পারে স্বাগতিক দল।

দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুইজন- উইনিফ্রেড দুরাইসিঙ্গম (১২) ও মাস এলিসা (১১)। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। এর মধ্যে রুমানা ৪ ওভারে খরচ করেন মাত্র ৪ রান।

পরে জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৮ রান পেয়ে যায় বাঘিনীরা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন শামিমা সুলতানা। এর খানিক বাদেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুনও। ফেরার আগে ১৬ বলে ১৪ রান করেন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর আর কোন বিপর্যয় হতে না দিয়ে ১২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ রানে এবং ফারজানা হক ৭ রানের অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। যাতে বাংলাদেশ পায় ৮ উইকেটের বড় জয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি