ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হাজার ক্লাবে ফারজানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ১৯ জানুয়ারি ২০২২

দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার নজির গড়লেন বাংলাদেশের ডান-হাতি ব্যাটার ফারজানা হক।

মঙ্গলবার কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার পূর্ণ করেন ফারজানা।

মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ৭ রান করেন এই নারী ব্যাটার। এতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৯ ম্যাচে ১৮ দশমিক ৬১ গড়ে ১০০৫ রান এখন ফারজানার। এই ফরম্যাটের ক্যারিয়ারে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি আছে তার। 

এই তালিকায় ফারজানার পরই আছেন অধিনায়ক নিগার সুলতানা। ৫৩ ম্যাচে তার ৮৬১ রান। 

ফারজানার আগে বাংলাদেশের পক্ষে কেউই আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার করতে পারেনি। ওয়ানডেতে ৪২ ম্যাচে ৮৯৩ রান রুমানা আহমেদের। এই ফরম্যাটে ফারজানার রান ৪১ ম্যাচে ৮৪১।
 
মালয়েশিয়ার বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি