ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চ্যালেঞ্জ নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২১ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের চোখ রাঙানি রয়েই গেছে। ভয়, আতঙ্ক আর তার মধ্যে বিধিনিষেধ রয়েছে সর্বত্র। এরই মধ্যে চ্যালেঞ্জ নিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশি-বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে শুরু হচ্ছে এ টি-২০ ফরম্যাটের টুর্নামেন্ট। এবার অষ্টম আসরের সার্বিক ব্যবস্হাপনায় স্বাস্হ্য সুরক্ষাই থাকছে মূল চ্যালেঞ্জ। 

যদিও এরই মধ্যে অনেক ক্রিকেটার, সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তবে টোকিও অলিম্পিকের আদলে সুরক্ষা পরিকল্পনা নিয়েই চলবে বিপিএল। এবার আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), বিদেশি আম্পায়ার থাকছে না। ক্রিকেটের প্রাণ দর্শক থাকবে না গ্যালারিতে। অনেক সীমাবদ্ধতা থাকলেও বিপিএল শুরু করতে পেরেই স্বস্তি খুঁজছেন আয়োজকরা। এখন সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ করাই তাদের লক্ষ্য।

আগামী ২৭ দিনে ৩৪ ম্যাচ হবে বিপিএলে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুতে হবে বিপিএলের ম্যাচগুলো। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিপিএলের অষ্টম আসরের উদ্বোধনী দিনে শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বরিশাল ও মেহেদী হাসান মিরাজের চট্টলা। দুই দলের ওপেনিং কান্ডারি দুই ক্যারাবিয়ান। চট্টগ্রামের হয়ে খেলবেন ‘দ্বিতীয় গেইল’খ্যাত কেনার লুইস আর বরিশালের হয়ে প্রথম ও প্রকৃত ক্রিস্টোফার হেনরি গেইল। তবে প্রথম ম্যাচে গেইলের সার্ভিস পাচ্ছে না তার দল। ফলে একাদশে দেখা যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০-এ ঝড় তোলা মুনিম শাহরিয়ারকে। আছেন বিপিএলের গত আসরের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তও। তবে চট্টগ্রামের ভরসা তারুণ্যে। সাব্বির, আফিফ, শামিম, ওয়ালটনের মতো পরীক্ষিত ক্রিকেটাররা যেকোনো সময় পাল্টে দিতে পারেন গতি পথের চিত্র।

দিনের দ্বিতীয় ম্যাচে তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহর মুখোমুখি হবে মুশফিকের খুলনা। সৌম্য সরকারকে নিয়ে অনিশ্চয়তায় থাকা খুলনা ভুগতে পারে টপ অর্ডার নিয়ে। রনি তালুকদারকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। লঙ্কান ক্রিকেটাররা না আসায় এমনিতেই সংকটে খুলনা। তবে মিডল-লোয়ার অর্ডার আর অলরাউন্ডাররাই ওদের ভরসা। ঢাকার হয়ে ম্যাশের খেলা অনিশ্চিত। তবে খেলবেন তামিম, মাহমুদউল্লাহ, রাসেল, নাজিবুল্লাহ, রুবেলরা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি