ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কোপা দেল-রে থেকে ছিটকে গেল বার্সা, রিয়ালের নাটকীয় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২১ জানুয়ারি ২০২২

হতাশ বার্সা কোচ জাভি ও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া ফাতি

হতাশ বার্সা কোচ জাভি ও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া ফাতি

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল-রে থেকে ছিটকে গেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শুরুতেই পিছিয়ে পড়ে ফেরান তোরেসের সমতাসূচক গোলে স্বস্তি ফিরে পাবার পরও অতিরিক্ত সময়ের নাটকীয়তায় পরাজয় এড়াতে ব্যর্থ হয় কাতালান ক্লাবটি। হেরে যায় ৩-২ গোলের ব্যবধানে।

সান মেমেসে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে আনসু ফাতির ইনজুরি বার্সার হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রায় দুইমাস মাঠের বাইরে কাটানোর পর চলতি মাসের শুরুতে খেলায় ফিরেছিলেন ফাতি। এর আগে হাটুর ইনজুরিতে ১০ মাস বাইরে কাটানোর পর সেপ্টেম্বরে মাঠে ফিরেছিলেন তরুণ এই তারকা।

এদিন কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়েন তিনি। তার আরেক দফা খেলার বাইরে চলে যাওয়াটা বার্সেলোনার জন্য হয়ে উঠতে পারে বিশাল এক বিপর্যয়। কারণ এর ফলে লা লিগায় শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার স্বপ্নটাও হয়তো হুমকিতে পড়তে পারে কাতালানদের।

খেলায় ইনাকি মুনিয়াইনের মাত্র দ্বিতীয় মিনিটের গোলে বিলবাও এগিয়ে যাওয়ার পর দারুণ গোলে সমতা টানেন ফেরান তোরেস। ইনিগো মার্টিনেজের ৮৬তম মিনিটের গোলে বিলবাও আবারও এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকেই সমতা আনেন পেদ্রি। পরে অতিরিক্ত সময়ে (১০৫ মিনিট) পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন মুনিয়াইন। 

এদিকে এলচের বিপক্ষে ২-১ গোলের জয় পেতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদকেও। লাল কার্ড দেখে মার্সেলোর বিদায়ে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদের হয়ে ১১৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন এডেন হেজার্ড। 

এর আগে গঞ্জালু ভার্দুর ১০৩তম মিনিটের গোলে এগিয়ে যাওয়া এলচের বিপক্ষে ১০৮ মিনিটে সমতাসূচক গোলে রিয়াল মাদ্রিদকে প্রতিদ্বন্দ্বীতায় ফিরিয়ে আনেন ইস্কো।

খেলা শেষে মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘এর মাধ্যমে এটি অন্তত প্রমাণিত হয়েছে যে, হ্যাজার্ড ও ইস্কো আরও বেশী সময় খেলার যোগ্য। বিষয়টি আমি আমলে রাখব।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি