যে আউট কোহলির জীবনে এই প্রথম
প্রকাশিত : ১১:৩৩, ২২ জানুয়ারি ২০২২ | আপডেট: ১১:৩৬, ২২ জানুয়ারি ২০২২
কেশব মহারাজের বল খেলতে গিয়ে অধিনায়ক টেম্বা বাভুমার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কোহলি। এই প্রথম কোনও স্পিনারের বলে শূন্য রানে আউট হলেন ভারতের তারকা এই ব্যাটার। এর আগে কখনও কোন স্পিনারের বলে ডাক মেরে সাজঘরে ফেরেননি কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৫ বল খেলে শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় কোহলিকে। কেশব মহারাজের বল খেলতে গিয়ে ধরা পড়েন বাভুমার হাতে, তাতেই লজ্জার নজির গড়েন ভারতের সাবেক অধিনায়ক।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১৪ বার শূন্য রানে আউট হলেন ৩৩ বছরের তারকা ব্যাটার কোহলি। আর প্রায় দু’বছর পর ৫০ ওভারের ফর্ম্যাটে শূন্য রানে আউট হলেন তিনি। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বার শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি।
শুক্রবার শিখর ধাওয়ান ২৯ রান করে আউট হলে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। কিন্তু ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি ভারতের নির্ভরযোগ্য এই ব্যাটার।
ওপেন করতে নেমে কেএল রাহুল ৫৫ রান করেছিলেন। আর ঋষভ পন্ত করেন ৮৫ রান। শার্দুল ঠাকুর ৩৮ বলে অপরাজিত ৪০ রান করেন। রবিচন্দ্রন অশ্বিন করেন ২৪ বলে অপরাজিত ২৫ রান। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান করে ভারত।
তবে, ম্যাচটি হেসেখেলেই জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে প্রোটিয়ারা। সেই সঙ্গে ১ ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো তারা।
এএইচ/