ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রথম জয়ের খোঁজে ব্যাটিংয়ে চট্টগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ২২ জানুয়ারি ২০২২

বিপিএলের অষ্টম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের খোঁজে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা। শনিবার সন্ধ্যার হাইভোল্টেজ এ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে রিয়াদের দল।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি আসরে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী দিনে মাঠে নেমে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কোনো দলই। ফরচুন বরিশালের কাছে পরাজয় বরণ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর মিনিস্টার ঢাকাকে হারায় খুলনা টাইগার্স।

তাইতো এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া উভয় দলই। সেই লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে দুই দলই।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসাইন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসাইন, নাঈম ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ।

মিনিস্টার ঢাকা একাদশ
তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ, নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসাইন, এবাদত হোসাইন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি