ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিপিএল: টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ২৪ জানুয়ারি ২০২২

তারকাবহূল দল নিয়ে মাঠে নামলেও টানা দুই ম্যাচ হেরে দিশেহারা মিনিস্টার ঢাকা। এ অবস্থায় একমাত্র জয়ের আশাতেই মাঠে নামছে তারা। ঘুরে দাঁড়াতে মরিয়া ফরচুন বরিশালের বিপক্ষে।

ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বরিশালের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দলে এসেছে এক পরিবর্তন।

বরিশালের একাদশে যোগ হয়েছেন ক্রিস গেইল। রোববার ঢাকায় এসে কোভিড টেস্টে নেগেটিভ হয়ে দলে জায়গা করে নিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটার। একাদশে জায়গা হয়েছে উইকেট-রক্ষক নুরুল হাসান সোহানের।

ফরচুন বরিশাল একাদশ
নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান (উইকেট রক্ষক), জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ
তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), জহুরুল ইসলাম, মোহাম্মদ নাইম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, ইশুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি