ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বার্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককের শিরোপা জিতলেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। প্রথমবারের মত ফাইনালে উঠেই বাজিমাত করলেন তিনি। ফাইনালের মঞ্চে সরাসরি সেটে ২৭তম বাছাই আমেরিকার ড্যানিলেয়ন কলিন্সকে হারিয়েছেন বার্টি। 

এর মধ্য দিয়ে ৪৪ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজ দেশে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়লেন বার্টি। ঘরের মাঠে ১৯৭৮ সালের পর প্রথম অজি হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ২৫ বছর বয়সী বার্টি।

ফাইনালের মঞ্চে কলিন্সের বিপক্ষে বার্টিই ফেভারিট ছিলেন। কলিন্সের বিপক্ষে মুখোমুখি দেখায় ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন বার্টি। ফাইনালের মঞ্চে সেটি প্রমাণ করতে মোটেও দেরি করেননি তিনি। প্রথম সেট দাপট দেখিয়ে ৬-৩ গেমে জেতেন বার্টি।

লড়াইয়ে ফিরতে পরের সেটে দারুণ লড়াই করেন কলিন্স। হাল ছাড়েননি বার্টিও। এতে সেটটি টাইব্রেকারে গড়ায়। সেখানে আর বার্টির দৃঢ়তার সামনে দাঁড়াতে পারেননি কলিন্স। ১ ঘন্টা ২৭ মিনিট স্থায়ী ম্যাচে  ৭-৬ (৭/২) গেমে সেটটি জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেন বার্টি। 

এবারের আসরে কোন সেট না হেরেই ট্রফি জিতে চওড়া হাসি হেসেছেন বার্টি। 

নিজের দেশে ট্রফি জয়ের অনুভূতি জানাতে গিয়ে ২৮ বছর বয়সী বার্টি বলেন, ‘আমি একটু ঘোরের মধ্যে আছি। সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার আজকের অর্জনের পেছনে অনেক ভূমিকা রেখেছেন। একজন অস্ট্রেলিয়ান হয়ে আমি সত্যিই গর্বিত। সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।’

প্রতিপক্ষ কলিন্সের প্রশংসা করে বার্টি বলেন, ‘কলিন্সকে আমার অভিনন্দন জানাতেই হবে, গত দুটি সপ্তাহ দারুণ খেলেছে সে। ফাইনালেও লড়াই করেছে। আমি জানি, আগামীতে এইসব শিরোপার জন্য অনেক লড়াই করবে সে।’

১৯৭৮ সালের ক্রিস্টিন ও’নিলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে শিরোপা জিতলেন বার্টি। এতদিনে কোন পুরুষ বা নারী নিজে দেশের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি।

এই নিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয় করলেন বার্টি। এর আগে ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ সালে উইলম্বডনের ট্রফি জিতেছিলেন তিনি।

২০১২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম খেলতে নামেন বার্টি। এ বছর সব মিলিয়ে এককে ১১টি ম্যাচ খেলে সবগুলোতেই জিতলেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি