দুই বছরের চুক্তিতে ঢাকায় আসছেন সিডন্স
প্রকাশিত : ০৯:০৪, ২ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে চার বছর কাজ করেছিলেন জেমি সিডন্স। বিসিবি চুক্তি নবায়ন না করায় ২০১১ সালে ফিরে গিয়েছিলেন তিনি। ১১ বছর পর ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশে আসছেন এই অস্ট্রেলিয়ান কোচ।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তার।
দুই বছরের চুক্তিতে সিডন্সকে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে ৫৭ বছর বয়সী এই ব্যাটিং কোচের কাজের ক্ষেত্র এখনো স্পষ্ট নয়। জাতীয় দল, এইচপি, ‘এ’ দল না কি বাংলাদেশ টাইগার্সে তিনি কাজ করবেন, সেটি জানায়নি বিসিবি। এমনকি সিডন্সের কাছেও অজানা তার ভূমিকা।
বিসিবি অবশ্য আগামী দিনের ব্যাটার তৈরির কাজেই সিডন্সকে কাজে লাগাতে চায়। সেক্ষেত্রে জাতীয় দলে তার ফোকাস বেশি হওয়ার কথা নয়। তবে গুঞ্জন আছে জাতীয় দল থেকে অ্যাশওয়েল প্রিন্সকে সরিয়ে সিডন্সকে দায়িত্ব দেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়ান এ কোচের আশা, ঢাকায় এসে বিসিবির সঙ্গে আলোচনার পরই ঠিক হবে তার দায়িত্ব। মিরপুরে বিপিএলের ম্যাচ উপভোগ করবেন সিডন্স। গত মাসে বাংলাদেশের ভিসা পাওয়ার পরই ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। ঢাকায় ফিরতে উন্মুখ এই কোচ দ্রুতই কাজে নেমে পরতে চান।
এসএ/