ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৬:০২, ৪ ফেব্রুয়ারি ২০২২

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বেলা ১১টায় শুরু হওয়া ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। 

ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুরে। খেলা শুরু বেলা ৩টায়।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে আফগানিস্তান। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলতে যাবার আগে সিলেটে সপ্তাহ খানেকের ক্যাম্প করবে আফগানরা।
 
প্রসঙ্গত, ২০১৯ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলো আফগানিস্তান। ওই সফরে জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো তারা। সে সময় বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি ২২৪ রানে জিতেছিলো আফগানরা।

আর ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলো আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি