ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোভিড আক্রান্ত চেলসি কোচ টাচেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২২

কোভিড পজিটিভ হয়েছেন চেলসির কোচ থমাস টাচেল। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। 

প্রিমিয়ার লিগের ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথের বিপক্ষে শনিবারের ম্যাচের এক ঘন্টা আগে এই খবর নিশ্চিত করা হয়। যে কারণে টাচেল ম্যাচটিতে ডাগ আউটে থাকতে পারেননি।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহে আবু ধাবিতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগেই হয়ত তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। 

আগামী বুধবার আবু ধাবীর মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের ক্লাব আল জাজিরা অথবা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী আল হিলাল ক্লাবের মধ্যে বিজয়ী একটি দলের মোকাবেলা করবে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন চেলসি। ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে চেলসি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবু ধাবীতেই থাকবে। 

২০১২ সালে সর্বশেষ ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলেছিল চেলসি। জাপানে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্রাজিলিয়ান ক্লাব কোরিন্সিয়ান্সের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতে নেয়া হয়নি ব্লুজদের।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি