ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএল সিলেট পর্বে প্রথমেই কুমিল্লা-বরিশাল মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সিলেট পর্ব শুরু হচ্ছে সোমবার। আসরের শীর্ষ চার-এ থাকার প্রস্তুতি নিয়েই সিলেট পর্বে মাঠে নামবে অংশগ্রহণকারী ছয় দল। 

এই পর্বে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ চার নিশ্চিতে সুবিধাজনক স্থানে থাকতে দলগুলোর জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সিলেট পর্বের পর শেষ দুই রাউন্ডের ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দলগুলো।

সিলেট পর্ব শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে। এই দুটি দল এখন পর্যন্ত শীর্ষ দুই স্থান দখলে রেখেছে। দুই দলই এখন পর্যন্ত নয় পয়েন্ট সংগ্রহ করলেও নেট রান রেটের কারণে শীর্ষে কুমিল্লা।

দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। তলানিতে থাকা স্বাগতিক সিলেটের জন্য ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে শীর্ষ চারে থাকার সুযোগ ক্ষীণ হয়ে যাবে সিলেটের। তবে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থস্থানে রয়েছে খুলনা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংল্যান্ডের ক্রিকেটার উইল জ্যাকস বর্তমানে ৮ ম্যাচে ২৮০ রান করে ব্যাটিং তালিকায় সবার শীর্ষে রয়েছেন। মিনিস্টার গ্রুপ ঢাকার তামিম ইকবাল ছয় ম্যাচে ২৬২ রান করে দ্বিতীয়স্থানে। 

উইকেট শিকারে শীর্ষে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে ১০ দশমিক ৫৪ গড়ে ১১ উইকেট শিকার করে শীর্ষে ফিজ। ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন খুলনার কামরুল ইসলাম রাব্বিও। তার গড় ১৮ দশমিক ৮১। ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে ১৩৭ রান করেন এই অলরাউন্ডার।

বরিশালের ব্যাটিং পরামর্শ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সাকিব ধারাবাহিকভাবে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই ভালো করছেন। এখন থেকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাট করবে সে। তার ফর্ম আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি