ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

লিলের জালে মেসিদের গোল উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২২

ফরাসি লিগ ওয়ানে লিলকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিলের জালে পাঁচটি গোল দিয়েছে মেসিরা। দানিলো পেরেইরার জোড়া গোলের সঙ্গে মেসি-এমবাপ্পে-কিম্বেলেও জালের দেখা পেয়েছেন।

রোববার রাতে লিগ প্রতিপক্ষের মাঠে ৫-১ গোলে জিতেছে পিএসজি। লিলের পক্ষে একমাত্র সান্ত্বনা সূচক গোলটি করেন বোটমান।

এদিন মেসি গোল করার পাশাপাশি একটি গোলে রাখেন অবদান। ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে মার্কিনিয়োসের শটে বল ধরে রাখতে পারেননি লিলের গোলরক্ষক। কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান পেরেইরা।

২৮তম মিনিটে সমতা ফেরে লিলে। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে সতীর্থের বাড়ানো বলে দারুণ ভলিতে গোল করেন ভ্যান বোটম্যান। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

চার মিনিট পরই ২-১ গোলে এগিয়ে যায় পিএসজি। মেসির কর্নার থেকে হেড করে ফাঁকা জালে বল পাঠান ডিফেন্ডার কিম্পেম্বে। ৩৮তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মেসি নিজেই। এমবাপ্পেকে লিলের এক ডিফেন্ডার থামাতে গিয়ে বল পেয়ে যান মেসি। ডি-বক্সে ঢুকে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন এই খুদেরাজ। লিগ ওয়ানে পিএসজির হয়ে ১৩ ম্যাচে এটি মেসির দ্বিতীয় গোল। 

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল পেতে পারতেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে তার ফ্রি-কিক ক্রসবারে লাগে। চলতি আসরে এই নিয়ে আটবার মেসির শট ক্রসবার কিংবা পোস্টে লাগল।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন পেরেইরা। এই গোলেও মেসির অবদান ছিল। তার শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। তবে লেয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে বল পেয়ে পেরেইরার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে জালে জড়ায়।

৬৭তম মিনিটে দারুণ এক গোলে ৫-১ করেন এমবাপ্পে। মার্কো ভেরাত্তির পাস থেকে বল পেয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা। চলতি লিগে ২১ ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের এটি একাদশ গোল।

বাকি সময়ে আর কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

এই জয়ে ২৩ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মার্সেই। এক পয়েন্ট কম নিয়ে তিনে নিস।

আর ৩২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে গত আসরের চ্যাম্পিয়ন লিল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি