ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অ্যাথলেটিকোকে হারিয়ে শীর্ষ চারে বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

লা লিগায় ছয় গোল আর এক লাল কার্ডের রোমাঞ্চকর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। দাপুটে এই পারফরম্যান্সে মধুর প্রতিশোধ নিল দলটি। আসরে প্রথম দেখায় অ্যাথলেটিকোর হেরে ছিল তারা। এই জয়ে পয়েন্ট তালিকায় চার নাম্বারে উঠে এসেছে কাতালানরা।

রোববার রাতে ঘরের মাঠে ম্যাচে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। ইয়ানিক কারাসকোর গোলে পিছিয়ে পড়ার পর জর্দি আলবা, গাভি ও আরাহোর লক্ষ্যভেদে প্রথমার্ধেই নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। উত্তেজনাপূর্ণ এক ম্যাচের সাক্ষী হয়ে রইল ন্যু ক্যাম্পের দর্শকেরা।

ম্যাচের অষ্টম মিনিটেই গোল হজম করে বার্সা। লুইস সুয়ারেজের দুর্দান্ত এক পাসে অ্যাথলেটিকোর বেলজিয়ান মিডফিল্ডার ইয়ানিক কারাসকো লিড এনে দেন। এরপরই সফরকারীদের জালে ধ্বংসযজ্ঞ শুরু করে জাভির শিষ্যরা। 

দুই মিনিট বাদে দলকে সমতায় ফেরান জর্দি আলবা। দানি আলভেসের ক্রসে অরক্ষিত গোলপোস্ট পেয়ে সেখান থেকে দারুণ ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান এই স্প্যানিশ ডিফেন্ডার। 

এরপর ২১ মিনিটেই এগিয়ে যায় বার্সা। এবারের গোলদাতা তরুণ মিডফিল্ডার গাভি। একের পর এক আক্রমণে চাপ ধরে রেখে ৪৩তম মিনিটে আরও এক গোল করে ব্যবধান বাড়ায় কাতালানরা। 

দানি আলভেসের ফ্রি কিকে জেরার্ড পিকের হেড ক্রসবারে লেগে ফিরলে শট নিতে চেষ্টা করে প্রতিপক্ষ ফেরান তোরেস। কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হলে বল যায় রোনাল্ড আরাহোর পায়ে। জালে বল জড়াতে কোনো ভুল করেননি তিনি।

বিরতির পরও একই ছন্দে খেলা শুরু করে বার্সা। ম্যাচের ৪৯তম মিনিটে তাদের পক্ষে চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেস। অনেকটা দূর থেকে ডান পায়ের জোরালো শটে ওবলাককে ফাঁকি দেন। দ্বিতীয় মেয়াদে বার্সায় যোগ দেওয়ার পর এটাই বার্সার জার্সিতে তার প্রথম গোল।

৫৮তম মিনিটে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় অ্যাথলেটিকো। কিন্তু পরে আর জালের দেখা পায়নি দলটি।

এই জয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৫-এ নামিয়ে দিয়ে বার্সা ফিরলো পয়েন্ট তালিকার শীর্ষে চারে। দুইদলই সমান ২২টি করে ম্যাচ খেলেছে। ২২ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৩৮, অ্যাথলেটিকোর ৩৬ পয়েন্ট। 

মাদ্রিদের আরেক দল রিয়াল মাদ্রিদ ৫০ পয়েন্ট সংগ্রহ করে তালিকার শীর্ষে রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি