ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোসাদ্দেকের পরিবর্তে সিলেটের অধিনায়ক বোপারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগ মুহূর্তে মোসাদ্দেক হোসেনের পরিবর্তে ইংল্যান্ডের রবি বোপারাকে দলের অধিনায়ক করেছে সিলেট সানরাইজার্স।

টিম ম্যানেজমেন্ট সূত্রমতে, পারফরমেন্সে মোসাদ্দেককে মনোনিবেশ করতে বোপারকে অধিনায়ক করা হয়েছে। 

এই নিয়ে চলতি আসরে দ্বিতীয়বারের মত শেষ মুর্হূতে কোন দলের অধিনায়ক পরিবর্তন করা হলো। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদি হাসান মিরাজের জায়গায় নাঈম ইসলামকে অধিনায়ক করা হয়েছিলো। 

ছয় ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে সিলেট সানরাইজার্স। শুধুমাত্র একটি খেলায় জয় ও বৃষ্টির কারণে একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে তারা। 

জয়ের ধারায় ফিরতে, নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচের আগে ইংলিশ ক্রিকেটার বোপারাকে অধিনায়ক করেছে দলটি। আরেকটি হার শেষ চারে খেলার আশা করে দিবে সিলেটের।

তবে সিলেট সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট এখনো নিশ্চিত করেনি, কেন অধিনায়ক পরিবর্তন করেছে।

এদিকে ইনজুরিতে পেসার তাসকিন আহমেদকে হারিয়েছে সিলেট। তার পরিবর্তে পেসার একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি