ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয় ছাড়া আর কিছুই ভাবছে না মাহমুদুল্লার ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৯:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে অফের জায়গাটা মজবুদ করতে এই ম্যাচে জয় পেতে মরিয়া মাহমুদুল্লাহ বাহিনী। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটায় শুরু হবে ম্যাচটি।

এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে চট্টগ্রাম। বাকি ৫ ম্যাচেই হেরেছে মেহেদি হাসান মিরাজরা। ইংলিশ ব্যাটার উইল জ্যাকসসের ভরসায় জয় নিয়ে প্লে অফের জায়গায় আসতে চায় চট্টলার দলটি। 

এদিকে এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয় ও ৩ হার নিয়ে টেবিলের তিনে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা। প্লে অফের জায়গাটা মজবুদ করতে এই ম্যাচে জয় পেতে মরিয়া মাহমুদুল্লাহ বাহিনী। 

এবাদতের বোলিং অ্যাটাক ও তামিমের দুর্দান্ত ওপেনিং ফর্মে ফেরাই জয়ের স্বপ্ন দেখাচ্ছে ঢাকাকে। 

এদিকে বিকেল সাড়ে পাঁচটায় সিলেটের মুখোমুখি হবে বরিশাল। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি