ক্ষমা চাইলেন ল্যাঙ্গার
প্রকাশিত : ১০:১১, ৮ ফেব্রুয়ারি ২০২২
দীর্ঘ মেয়াদে চুক্তি নবায়ন না হওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন জাস্টিন ল্যাঙ্গার। দায়িত্ব ছাড়তে মেইলে বোর্ডের প্রধান নির্বাহী বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। সেখানে দুঃখ প্রকাশ করেছেন ল্যাঙ্গার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে ল্যাঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ ছিল আগামী জুন মাস পর্যন্ত। ঘরের মাঠে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ল্যাঙ্গারের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্বান্ত নিয়েছিলো সিএ। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন ল্যাঙ্গার।
এতেই সিএ’র সাথে দীর্ঘ সাড়ে তিন বছরের সর্ম্পকের ছেদ হয়।
স্থানীয় সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’ ল্যাঙ্গারের পদত্যাগপত্র নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পদত্যাগপত্রে ল্যাঙ্গার লিখেছেন, ‘মাথা উঁচু করে বিদায়ের সুযোগ দিতে, অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত মেয়াদের চুক্তির প্রস্তাব দেয়া হয় আমাকে। অনেক চিন্তা-ভাবনার পর আমি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছি। এখন যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের পরের অধ্যায় শুরু করাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।’
দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দলের মধ্যে থাকা সিনিয়র ক্রিকেটার ও কোচিং স্টাফসহ অনেকেই ল্যাঙ্গারকে কোচ হিসেবে চাচ্ছে না। এ ব্যাপারেও মুখ খুলেছেন ল্যাঙ্গার।
তিনি বলেন, ‘গণমাধ্যমে আসা বিভিন্ন খবর সত্যি হলে বলা যায়, প্রধান কোচের পদে আমার থাকাটা কয়েকজন সিনিয়র ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সমর্থন করছেন না। এখন এটাও পরিষ্কার, সিএ বোর্ড ও নিক তুমিও চাচ্ছো দল এখন নতুন কোচের নেতৃত্বে এগিয়ে যাক। আমি এই সিদ্ধান্তকে সম্মান করি।’
তিনি আরও বলেন, ‘আমার জীবন গড়া সততার মূল্যবোধ, বিশ্বাস ও পারফরম্যান্সের উপর এবং এগুলো বাস্তবায়ন করতে যদি কখনও বাড়াবাড়ি করে থাকি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের মত সিরিজ জয়ে কোচিং ক্যারিয়ারে অস্ট্রেলিয়াকে সেরা সাফল্য এনে দিয়েছেন ল্যাঙ্গার। তার মতে মাঠের সাফল্যে দলকে গর্বিত করতে পেরেছেন তিনি।
ল্যাঙ্গার বলেন, ‘গত চার বছরে এটা প্রমাণিত হয়েছে, লক্ষ্য পূরণ করা সম্ভব। মাঠে ও মাঠের বাইরে দলের প্রচেষ্টার জন্য আমি গর্বিত। আশা করি, আমরা অস্ট্রেলিয়ানদের গর্বিত করতে পেরেছি এবং বিশ্বের সব দেশের সম্মান অর্জন করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘উচ্চতায় থেকেই, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী স্কোয়াড, অ্যাশেজ জয়ী দলের অংশ হতে পেরে ধন্য, টেস্ট দলকে আজ বিশ্বের এক নম্বর দলে নিয়েছি। নির্বাচিত হয়েছি উইজডেন বর্ষসেরা কোচ হিসেবে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে উন্নীত হয়েছে। গত পাঁচ মাসে এসব হয়েছে। আমি কৃতজ্ঞ, আজ মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে টালমাটাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। ওই সময়ে কোচ ড্যারেন লেহম্যান এবং অধিনায়ক স্টিভ স্মিথকে সরিয়ে দেয় সিএ। এ অবস্থায় দলের হাল ধরেন ল্যাঙ্গার।
এএইচ/