ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১ হাজার ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়েছিলো ভারত। মাইলফলক র্স্পশ করা ম্যাচটি ৬ উইকেটে জিতে স্মরণীয় করে রেখেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। এবার ভারতের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে বুধবার দ্বিতীয় ম্যাচ জিতে  সিরিজ নিশ্চিত করা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য জয় দিয়ে সিরিজে সমতা ফেরানো।  

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। 

প্রথম ম্যাচে বোলারদের নৈপুন্যে জয় পেয়েছিলো ভারত। দুই স্পিনার যুজবেন্দ্রা চাহাল ও ওয়াশিংটন সুন্দরের ঘুর্ণিতে ১৭৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। চাহাল ৪ ও সুন্দর ৩ উইকেট শিকার করেন। 

জবাবে ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রানের টার্গেট স্পর্শ সহজ জয় পায়  ভারত। অধিনায়ক রোহিত শর্মা সর্বোচ্চ ৬০ রান করেন। রোহিতের সাথে ইনিংস শুরু করেছিলেন ইশান কিশান। তবে আরেক ওপেনার লোকেশ রাহুল দলে ফেরায় রোহিতের সাথে উদ্বোধনী জুটি নিয়ে অম্লমধুর সমস্যায় চিন্তায় টিম ম্যানেজমেন্ট। 

প্রথম ম্যাচে ওপেনার হিসেবে ১৭তম ওভার পর্যন্ত ক্রিজে থেকে ৩৬ বলে ২৮ রান করেছিলেন কিশান। তবে অভিজ্ঞতার আলোকে কিশানের চেয়ে বহুগুনে এগিয়ে রাহুল। ব্যক্তিগত কারনে সিরিজের প্রথম ম্যাচের দলে ছিলেন না রাহুল। 

এছাড়াও সাবেক অধিনায়ক বিরাট কোহলির ফর্ম নিয়ে চিন্তায় ভারত। ২০১৯ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই কোহলির। আগের ম্যাচে পরপর ২টি চারে ইনিংসের খাতা খুললেও ৮ রানেই থেমে যান তিনি। 

দলের সহজ জয়ের পরও খুশি নন অধিনায়ক রোহিত। আরও উন্নতি করার জায়গা দেখছেন তিনি ‘দল হিসেবে আরও উন্নতি করতে চাই আমরা। প্রত্যেকে খুব ভাল পারফরমেন্স করেছে। আমরা কি অর্জন করতে চাই, তা আমরা আগেই বলেছি। প্রথম ম্যাচে আমাদের পারফরমেন্স ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। দ্বিতীয় ম্যাচেই আমরা সিরিজ জয় নিশ্চিত করতে চাই।’

অন্য দিকে প্রথম ম্যাচ হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে জিততে  ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশ করছেন পোলার্ড। 

তিনি বলেন, “ভারত এমনিতেই শক্তিশালী দল। তার মধ্যে নিজেদের কন্ডিশনে আরও বেশি শক্তিশালী। ভারতকে হারাতে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে। বিশেষভাবে ব্যাটারদের বড় ইনিংস প্রয়োজন। ব্যাটাররা বড় ইনিংস করতে পারলে, বোলাররা লড়াই করার সুযোগ পাবে। আশা করি, পরের ম্যাচে সকলেই ভালো খেলবে এবং জ¦লে উঠবে। আমাদের লক্ষ্য সিরিজে সমতা আনা।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের রেকর্ডও খুবই ভালো। ২০০৬ সালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবগুলো ওয়ানডে  সিরিজই জিতেছে ভারত। 

এখন পর্যন্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১৩৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের জয় ৬৫টি, ওয়েস্ট ইন্ডিজের ৬৩টি। ২টি ম্যাচ টাই ও ৪টি পরিত্যক্ত হয়। 

ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক),রূতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, ঋসভ পান্থ, দীপক চাহার, শারদুল ঠাকুর, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান কিশান, শাহরুখ খান, আবেশ খান এবং লোকেশ রাহুল।

ওয়েস্ট ইন্ডিজ দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমার বোনার, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রানডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি