ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএল: ঢাকার মুখোমুখি খুলনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএলের ২৫তম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স।

সিলেট স্টেডিয়ামে বুধবার দুপুর সাড়ে বারোটায় শুরু হবে ম্যাচটি। 

আসরে এ পর্যন্ত সাত ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে মুশফিকের দল খুলনা। নিজের ফর্মেই এগিয়ে জাচ্ছেন অধিনায়ক মুশফিক। আর গেলো ম্যাচে স্বভাবসুলভ খেলা দেখিছেন সৌম্য সরকার, বড় লক্ষ্য দিয়ে জিতিয়েছেন দলকে। 

অপরদিকে এবারের আসরে সবচেয়ে ব্যালেন্স টিম হিসেবে যোগ দেয়া মিনিস্টার গ্রুপ ঢাকা শেষ চারের লক্ষ্যে এখন পর্যন্ত শক্ত অবস্থানেই আছে। পয়েন্ট টেবিলের তিন আর চারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে মাহমুদল্লাহরা। 

বিকেল সাড়ে পাঁচটায় সিলেটের মুখোমুখি হবে কুমিল্লা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি