ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অতঃপর সিডন্সই টাইগারদের ব্যাটিং কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২২

জেমি সিডন্স

জেমি সিডন্স

Ekushey Television Ltd.

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ যখন কড়া নাড়ছে, ঠিক তখনই বাংলাদেশ হারাল কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ এক সদস্যকে। হঠাৎ করেই জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন অ্যাশওয়েল প্রিন্স। তবে তাঁর শূন্যস্থান পূরণ করতে একটুও সময় নিল না বিসিবি। হাতে থাকা জেমি সিডন্সকেই প্রিন্সের স্থলাভিষিক্ত করল ক্রিকেট বোর্ড।

এর আগে পারিবারিক কারণ দেখিয়ে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পদত্যাগপত্র মেইল করেন সাবেক প্রোটিয়া ব্যাটার অ্যাশওয়েল প্রিন্স।

এর পরপরই সাকিব-তামিম-মুশফিকের নতুন ব্যাটিং কোচ কে হচ্ছেন- এমন প্রশ্ন উঠলেও একদিন না যেতেই দলের ব্যাটিং কোচ ঠিক করে ফেলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

দীর্ঘ একযুগ পর গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরা সাবেক হেড কোচ জেমি সিডন্সকেই প্রিন্সের জায়গায় বসিয়ে দেন বোর্ড সভাপতি। যদিও তিনি কোন দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন- সেটা নিয়েই ধোঁয়াশার মধ্যে ছিল সবাই।

তবে প্রিন্স পদত্যাগ করায় জেমির রাস্তাটাও সহজ হয়ে গেল। নাজমুল হাসান পাপন বলেন, ‘জেমি সিডন্স হচ্ছেন মুশফিক-তামিমদের পরবর্তী ব্যাটিং কোচ।’

গত বছরের জুন মাসে কেবল জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। পরে অগাস্টে তাকে দায়িত্ব দেয়া হয় লম্বা সময়ের জন্য। যদিও সেই মেয়াদ দীর্ঘায়িত হল না। তাঁর সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

প্রিন্সের হঠাৎ দায়িত্ব ছাড়ার সঙ্গে হয়তো যোগসূত্র থাকতে পারে জেমি সিডন্সের বাংলাদেশের ক্রিকেটে ফেরার। সাবেক প্রধান কোচকেই এবার ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরিয়ে আনে বিসিবি।

বিসিবি থেকে গত কিছুদিনে বলা হয়, ছুটি থেকে প্রিন্স দেশে ফেরার পর আলোচনা করে প্রিন্স ও সিডন্সের ভূমিকা ঠিক করা হবে। সুতরাং চলতি মাসেই অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ রয়েছে, সেখানে ব্যাটিং কোচের ভূমিকাতেই দেখা যাবে জেমি সিডন্সকে। 

এর আগে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে চার বছর কাজ করেছিলেন জেমি সিডন্স। বিসিবি পরে চুক্তি নবায়ন না করায় ২০১১ সালে ফিরে গিয়েছিলেন তিনি। ১১ বছর পর এবার ব্যাটিং কোচ হয়েই ফিরলেন এই অস্ট্রেলিয়ান কোচ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি