ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজ নৈপুণ্যে সন্তুষ্ট সাকিবের লক্ষ্য শুধুই শিরোপা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২২

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

Ekushey Television Ltd.

ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে আবারও যেন অতিমানবীয় হয়ে উঠেছেন সাকিব আল হাসান। চলমান বিপিএলে টানা পাঁচ ম্যাচেই তিনি দলের জয়ের নায়ক। টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর এবার সাকিবের চোখ বিপিএলের শিরোপায়। অবশ্য এবারের শুরু থেকেই বরিশালকে শিরোপা পাইয়ে দিতে চোয়ালবদ্ধ ছিলেন সাকিব।

এ মুহূর্তে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করা বরিশাল প্রথম দল হিসেবে আগেই নিশ্চিত করেছে কোয়ালিফায়ারে অংশগ্রহণ। যে ম্যাচটি জিতলেই সাকিবরা পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত ফাইনালে। আর কাঙ্ক্ষিত ফাইনাল জয় মানেই শিরোপা ঘরে তোলা। যে প্রতিশ্রুতিটা আগেই দিয়ে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
 
তবে শুধু সফল দলনায়ক হিসেবেই নয়, নিজের চলমান ব্যক্তিগত অসাধারণ পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন সাকিব। জানালেন, এখন শিরোপাতেই চোখ তার। সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, ব্যাটিং অনেক ভালো হচ্ছে গত পাঁচটা ম্যাচ ধরে। বোলিং তো সবসময়ই আছে। প্রত্যেক ম্যাচেই বোলিংয়ে এসে লক্ষ্য ছিল প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার। যেভাবে যাচ্ছে, খুশি…। আরও দুটি ম্যাচ আছে, আশা করি ভালোই হবে (শিরোপা জয়ের লক্ষ্য ইঙ্গিত করে)।’

সর্বশেষ শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয়ই পেয়েছে বরিশাল। যার ফলে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল। এই জয়ের পেছনে সাকিব অবশ্য কৃতিত্ব দিচ্ছেন বোলারদের, যারা ঢাকাকে আটকে রাখেন ১২৮ রানে।

সাকিব আল হাসান বলেন, ‘প্রত্যেক বোলারই যথার্থভাবে তাদের কাজ করেছে। সবাই উইকেট পেতে চেষ্টা করেছে। টি-টোয়েন্টিতে এটা খুবই জরুরী। কখনও কখনও আমরা অত্যন্ত রক্ষণাত্মক হয়ে পড়ি। আমাদের আক্রমণাত্মক মনোভাব সহায়তা করেছে।’

নিজের বোলারদের প্রশংসা করলেও প্রতিপক্ষের তথা চলতি বিপিএলের সেরা ব্যাটার বন্ধু তামিমের প্রশংসা করতেও ছাড়েননি বরিশাল অধিনায়ক। তিনি বলেন, ‘তামিম দুর্দান্ত ব্যাট করেছে। একটা সময় মনে হচ্ছিল ওরা ১৪৫-১৫০ রান করবে। শেষ ৪-৫ ওভারে যেভাবে বোলিং করেছে, বোলারদের কৃতিত্ব দিতেই হবে।’

এদিকে, চলতি বিপিএলে এখন পর্যন্ত ১১.৭৩ গড়ে ৯ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে বোলারদের তালিকায় তিন নম্বরে আছেন সাকিব। অন্যদিকে, ব্যাট হাতেও চার নম্বরে। সমান সংখ্যক ম্যাচে ব্যাট করে তিনটি ফিফটি হাঁকিয়ে ৩৪.৫০ গড়ে এবং ১৪৬.৮০ স্ট্রাইকরেটে ২৭৬ রান করেছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি