ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারিন ঝড়ের পরই বিপর্যয়ে কুমিল্লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বিপিএল অষ্টম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ এ ম্যাচেও ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়ে ফিফটি হাঁকান সুনীল নারিন। যার ফলে ৬ ওভারেই ৭৩ রান তুলে উড়ন্ত সূচনাই করে কুমিল্লা। তবে নারিন ফিরতেই বিপর্যয়ে পড়ে দলটি।

শুক্রবার বিকেলে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

অধিনায়কের এ সিদ্ধান্তকে ছক্কা-চারের ফুলঝুরিতে স্বাগত জানান ব্যাট হাতে ক্রিজে আসা সুনীল নারিন। আগের ম্যাচে মাত্র ১৩ বলে ফিফটি হাঁকানো এই ব্যাটারকে এদিনও ওপেন করতে পাঠায় কুমিল্লা টিম ম্যানেজমেন্ট। তাঁদের সেই আস্থার প্রতিদান দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি মারকুটে এই ক্যারিবিয়ান। 

মুজিব-উর-রহমানের করা প্রথম ওভারেই একটি ছক্কা ও দুটি চারে নারিন তুলে নেন ১৭টি রান। এরপর শফিকুলের ওভারেও দুটি ছক্কা ও একটি চারে আদায় করেন আরও ১৬ রান। যাতে মাত্র ১০ বলেই ৩৩ রানে পৌঁছে নারিনের ব্যক্তিগত সংগ্রহ, আর দলের স্কোর পৌঁছে যায় ৩৬-এ।

এরপর সাকিব এসে মাত্র ৪ রান দিয়ে শেষ বলে লিটনকে বোল্ড করে কিছুটা হলেও কুমিল্লার লাগাম টেনে ধরার চেষ্টা করেন। তবে থামাতে পারেননি নারিনকে। ব্রাভোর করা চতুর্থ ওভারে একটি চারে মাত্র ছয় রান নিলেও সাকিবের দ্বিতীয় ওভারে টানা তিন চারের মারে আবারও ১৬ রান তোলেন নারিন। 

একইসঙ্গে পূরণ করেন এবারের আসরে নিজের দ্বিতীয় ফিফটিটাও। আগের ম্যাচে মাত্র ১৩ বলে ফিফটি করা নারিন এদিন ফিফটি পূরণ করেন ২১টি বলে খেলে। তবে আগের দিনের মত এদিনও আউট হন এরপরেই। তাঁর আগে ক্যারিবীয় এই পিঞ্চহিটারের ব্যাট থেকে আসে ৫৭টি মূল্যবান রান। তাঁর এই ২৩ বলের তাণ্ডুবে ইনিংসে ছিল সমান পাঁচটি করে চার ও ছক্কার মার।

মেহেদী হাসান রানার শিকার হয়ে নারিনের আউটের মধ্যদিয়েই দ্বিতীয় উইকেট হারায় কুমিল্লা। তারপরও দলটি পাওয়ার প্লে-তে তুলে নেয় ৭৩ রান। তবে এরপরই বিপর্যয় নেমে আসে কুমিল্লার ইনিংসে। 

একে একে আউট হয়ে ফেরেন মাহমুদুল হাসান জয় (৮), ফ্যাফ ডু প্লেসিস (৪), ইমরুল কায়েস (১২) ও আরফুল হক (০)। যার ফলে একাদশ ওভার শেষ হওয়ার আগেই ৯৫ রানেই ষষ্ট উইকেট হারিয়ে বসে দলটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে কুমিল্লার সংগ্রহ ৬ উইকেটে ১০২ রান। মঈন আলী ৭ রানে এবং আবু হায়দার রনি ৫ রানে ক্রিজে আছেন। 

বরিশালের পক্ষে মুজিব উর রহমান ২৭ রানে ২টি উইকেট শিকার করেন। এছাড়া সাকিব, ব্রাভো ও রানা নেন একটি করে উইকেট।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
মাহমুদুল হাসান জয়, লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), ফ্যাফ ডু প্লেসিস, মঈন আলী, আরিফুল হক, সুনীল নারিন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও আবু হায়দার রনি।

ফরচুন বরিশাল একাদশ
মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলী, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি