ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাইফের পরাজয়, শীর্ষ চারে মোহামেডান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২২

মোহামেডান ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচের একটি চিত্র

মোহামেডান ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচের একটি চিত্র

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারে উঠে বসল মোহামেডান। এই জয়ে চার ম্যাচে দলটির পয়েন্ট হলে ৮। আর টানা দুই ম্যাচে জয়ের পর টানা দ্বিতীয় হারের স্বাদ পাওয়া সাইফের পয়েন্ট ৬। 

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচের ৩২ মিনিটে নীরবতা ভাঙে মোহামেডান। মাঝমাঠের একটু সামনে থেকে নেয়া ফ্রি-কিক থেকে হেড করেন ওবি মোনেকে। যা চলে যায় সিক্স ইয়ার্ডের ভেতরে থাকা সোলেমান দিয়াবাতের কাছে। সেখান থেকে বল জালে জড়াতে এতোটুকু ভুল করেননি মালির এ ফরোয়ার্ড।

ম্যাচের ৪৯ মিনিটে দ্বিতীয় গোলটি দেয় মোহামেডান। ইমনের কাছ থেকে বল পেয়ে মোনেকে পাস দেন এরন রেয়ারডনকে। এরন ডি-বক্সের বাম প্রান্ত দিয়ে বল ঠেলে দেন জাফর ইকবালের কাছে। যা জালে জড়াতে কষ্ট হয়নি ইকবালের।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে বসল মোহামেডান। ৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে সাদা কালো জার্সিধারীরা। আর ৬ পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে ৫-এ নেমে গেল সাইফ স্পোর্টিং ক্লাব। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি