ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট মোস্তাফিজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২২

বিপিএলের অষ্টম আসরেও সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট নিজের মাথায় পরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের ১১ ম্যাচে সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।

এ নিয়ে টানা বিপিএলে দ্বিতীয়বার সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি। সবশেষ ২০২০ সালের আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। 

মোস্তাফিজের আগে বিপিএলে দুইবার সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান। তিনি পঞ্চম ও ষষ্ঠ আসরে এই কৃতিত্ব গড়েন। তবে এ আসরে বোলিংয়ে সাকিবের অবস্থান তিনে।

মোস্তাফিজ-সাকিবের মতো অভিজ্ঞদের পাশাপাশি নিজেকে চিনিয়েছেন মৃত্যুঞ্জয়। ৮ ম্যাচে খেলে ১৫ উইকেট শিকার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই বোলারের।

এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ৫ জন

১. মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭
২. ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) - ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০
৩. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) - ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩
৪. তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯
৫. মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি