ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২২

সফরকারী আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা এবং সর্বোচ্চ ১,০০০ টাকা।

আগামী ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

যেহেতু আগামী বুধবার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। তাই তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হবে ম্যাচের টিকিট বিক্রি।

এই টিকিট বিক্রয়ের বুথ স্থাপন করা হয়েছে চট্টগ্রামের সাগরিকার বিটক মোড়ে। মঙ্গলবার থেকে সকাল ৯টায় বুথ খোলা হবে এবং ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। আর টিকিট যদি অবশিষ্ট থাকে, তাহলে ম্যাচের দিনও তা বিক্রি করা হবে।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি। 

বিসিবির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুফটপের টিকিটের মূল্য ১০০০ টাকা এবং আন্তর্জাতিক স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। এছাড়া ক্লাব হাউসের টিকিট ৩০০ টাকায় এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় বিক্রি করা হবে।

এদিকে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ঢাকায় ফিরবে বাংলাদেশ-আফগানিস্তান দল। আগামী ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি