ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৯:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে ২১৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে হতাশ করলেন টাইগারদের টপ অর্ডারের পাঁপ ব্যাটার। 

লিটন দাস ও তামিম ইকবালের বাজে শুরুর পরৎ থিতু হতে পারেননি মুশফিকুর রহীম, ইয়াসির আলী চৌধুরী রাব্বী, সাকিব আল হাসানও। মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

ধীরেসুস্থে শুরু করা লিটন দাস ২.৩ ওভারে ফজলুল ফারুকির বলে উইকেট কিপার রহমত উল্লাহ গুরবাজের গ্লাভস বন্দি হন। ৮ বলে মাত্র ১ রান করেন এই ওপেনার। দুই বলের ব্যবধানে তামিম ইকবালও ফেরেন সাজঘরে। ৮ বলে ২ বাউন্ডারিতে টাইগার অধিনায়কের সংগ্রহ ৮ রান। এরপর ৫ রান করে ক্রিজ ছাড়েন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহীম।

অভিষিক্ত ইয়াসির ফেরেন শূন্য হাতে। টাইগারদের চারটি উইকেট নেন ফজলুল হক ফারুকি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি