ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৯:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২২

নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে ২১৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে হতাশ করলেন টাইগারদের টপ অর্ডারের পাঁপ ব্যাটার। 

লিটন দাস ও তামিম ইকবালের বাজে শুরুর পরৎ থিতু হতে পারেননি মুশফিকুর রহীম, ইয়াসির আলী চৌধুরী রাব্বী, সাকিব আল হাসানও। মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

ধীরেসুস্থে শুরু করা লিটন দাস ২.৩ ওভারে ফজলুল ফারুকির বলে উইকেট কিপার রহমত উল্লাহ গুরবাজের গ্লাভস বন্দি হন। ৮ বলে মাত্র ১ রান করেন এই ওপেনার। দুই বলের ব্যবধানে তামিম ইকবালও ফেরেন সাজঘরে। ৮ বলে ২ বাউন্ডারিতে টাইগার অধিনায়কের সংগ্রহ ৮ রান। এরপর ৫ রান করে ক্রিজ ছাড়েন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহীম।

অভিষিক্ত ইয়াসির ফেরেন শূন্য হাতে। টাইগারদের চারটি উইকেট নেন ফজলুল হক ফারুকি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি