তামিমের পর ফিরলেন সাকিবও
প্রকাশিত : ১২:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১২:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২
সাকিব আল হাসান
জিতলেই সিরিজ জয়, সেইসঙ্গে দখল হবে আইসিসি সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও। এমনই সমীকরণকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দলীয় ৩৮ রানে প্রথম উইকেট হারালেও লিটন-সাকিবের জুটিতে নির্ভার হয়ে বড় লক্ষ্যেই ছুটতে থাকে দল।
তবে সাকিব রশিদ খানের শিকার হয়ে ফিরলে দলীয় ৮৩ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৬ বলে দুটি চারের মারে ২০ রান করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এর আগে প্রথম ম্যাচের মতো একই ভুলে দারুণ শুরুটা স্থায়ী হলো না বাংলাদেশের। দলীয় ৩৮ রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। প্রথম ম্যাচের মতো প্রায় একই ভঙ্গিতে আউট হন অধিনায়ক। পা বাড়িয়ে ফজল হক ফারুকির করা ভেতরে ঢুকে পড়া বলে আড়াআড়ি খেলতে চেয়েছিলেন। ফলাফল বল সরাসরি আঘাত হানে প্যাডে। আবেদনের প্রেক্ষিতে আম্পায়ারও আঙুল তুলে দিতে দেরি করেননি। তামিম রিভিউ নিলেও ফল হয়নি তাতে।
তামিম ফেরার পর দ্বিতীয় উইকেটে লিটনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে বিদায় নেন সাকিব। রশিদ খানের লেগ স্পিনে পরাস্ত হয়ে শিকার হন লেগ বিফোরের। ফলে ৮৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০২ রান। লিটন দাস ৩৫ রানে এবং মুশফিকুর রহিম ১০ রানে ক্রিজে আছেন।
প্রথম ম্যাচে পাওয়া অবিস্মরণীয় জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই তাই নিশ্চিত হবে স্বাগতিকদের সিরিজ জয়। সেইসঙ্গে ইংল্যান্ডকে টপকে উঠে বসবে আইসিসি সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে।
সেক্ষেত্রে আরও একটি কীর্তি গড়বে বাংলাদেশ। প্রথমবারের মত টাইগাররা প্রথম দল হিসেবে স্পর্শ করবে ১০০ পয়েন্ট। বর্তমানে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তামিম ইকবালের দল।
এ ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন না আসলেও আফগানিস্তান আজ ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশ থেকে বাদ পড়েছেন ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব ও ইয়ামিন আহমাদজাই। সুযোগ পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।
এনএস//