ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুত্র সন্তানের অপেক্ষায় নাসির-তামিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১১:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

হঠাৎ করে তামিমা সুলতানা তাম্মীকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। এই বিয়ে নিয়ে জল কম ঘোলা হয়নি। মামলা ও আদালতে দৌড়াদৌড়িতে অনেক কাটখড় পুড়িয়েছেন এই দম্পতি। এর মাঝেই সুসংবাদ দিলেন দুজনে। বাবা হতে চলেছেন নাসির।

সম্প্রতি নাসির হোসেন তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে প্রকাশ্যে এসেছে তামিমার অন্তঃসত্ত্বার বিষয়টি।

ছবিতে দেখা যায়, তামিমার মাথায় মুকুট, গলায় ঝুলছে ইংরেজিতে লেখা ‘হবু মা’ লেখা ব্যানার। নাসিরের হাতে ছিল ইংরেজিতে ‘বাবা’ লেখা একটা প্ল্যাকার্ড। তামিমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি কেক কেটে উদযাপন করছেন দুজনে। 

ছবিগুলো পোস্ট করে নাসির লিখেছেন, ‘এই ছোট্ট মানুষটা যার অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসা। তার সঙ্গে মিলিত হতে আমার তর সইছে না। সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ।’ 

নাসির-তামিমার পেছনে থাকা একটা ব্যানার আর একটি টেডি বিয়ারের হাতে থাকা হৃদয়াকৃতির বেলুনে লেখা ছিল, ‘ইটস আ বয়’। তা দিয়ে বোঝাই যাচ্ছে যে, দুজনের ঘরে আসছে পুত্র সন্তান।

এই ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে।  ইতোমধ্যেই প্রায় ৫০ হাজারের কাছাকাছি পড়েছে প্রতিক্রিয়া, ছবিগুলো শেয়ারও হয়েছে বেশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি