সিরিজ শেষ না করেই পাকিস্তানে যাচ্ছেন রশিদ খান!
প্রকাশিত : ১৬:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০২২
রশিদ খান
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া করেছে আফগানিস্তান। তবে শেষ ম্যাচে জিতে এড়াতে পারে হোয়াইটওয়াশ। তারমধ্যেই পিএসএলের ফাইনাল খেলতে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে উড়াল দিচ্ছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান।
বাংলাদেশ সফরের জন্যই মাঝপথে পিএসএল ছেড়ে এসেছিলেন আফগান লেগ স্পিনিং অলরাউন্ডার। পিএসএলে নিজের শেষ ম্যাচে ‘গার্ড অব অনার’ও দেয়া হয় তাঁকে। তবে সেই রশিদই কিনা আবারও পাকিস্তানে যাচ্ছেন পিএসএল খেলতে! তবে এখনও বাকি বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে।
বিষয়টি নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল ফাইনাল খেলবেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান।
যা নিয়ে ইতোমধ্যে শোরগোল শুরু হয়ে গেছে। তবে পিএসএলের ফাইনালে রশিদ খানের অংশগ্রহণের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি।
পিএসএল ফাইনালের পরের দিনই (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলবে আফগানিস্তান। ওই ম্যাচে রশিদ খান খেলবেন কি না- তা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা।
পিএসএলের এবারের আসরে ৯টি ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন রশিদ খান। পাকিস্তান সুপার লিগে বল হাতে সফল হলেও বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ এ লেগ স্পিনার। দুই ম্যাচে নিতে পেরেছেন মাত্র দুটি উইকেট। যার ফলে তার দলও হেরেছে দুই ম্যাচেই।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর আগামী ৩ ও ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
এনএস//