ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমারার বাউন্সারে আইসিইউতে কিষাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৯:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২

ঈশান কিষাণ

ঈশান কিষাণ

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পাওয়ার পর হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ভারতীয় ওপেনার ঈশান কিষাণকে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৮৩ রান জড়ো করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে ফেলে স্বাগতিকরা।

এরপর শ্রেয়াস আইয়ারের সাথে ক্রিজে লড়ছিলেন কিষাণ। চতুর্থ ওভারে লঙ্কান পেসার লাহিরু কুমারার একটি বাউন্সার আঘাত হানে কিষাণের হেলমেটে। এরপরও সেই আঘাত নিয়েই খেলে যাচ্ছিলেন। তবে ষষ্ঠ ওভারে কুমারার শিকার হয়েই সাজঘরে ফেরেন তিনি।

এরপর আর ঝুঁকি নেয়নি মেডিকেল টিম। মাথায় আঘাতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্মশালার কাংরার ফর্টিস হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভর্তি আছেন তিনি। করানো হয়েছে সিটি স্ক্যানও।

ভারতীয় দলের পক্ষ থেকে কিষাণের ব্যাপারে কিছু না জানানো হলেও ভারতের গণমাধ্যম জানিয়েছে, কিষাণকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে। শঙ্কা কেটে গেলে তাকে শীঘ্রই সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য জয় হয়েছে ভারতেরই। হাই স্কোরিং ম্যাচে ঝড়ের বেগে রান তাড়া করে ৭ উইকেটের জয় পেয়েছেন রোহিতরা। ৪৪ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ১৮ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলা রবীন্দ্র জাদেজা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি