ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ব্যাট হাতে ব্যর্থ তামিম, মাঠ ছাড়লেন বোল্ড হয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২২

সফরকারী আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে খুব সাবধানী ব্যাট চালায় তামিম-লিটন। পাঁচ ওভারে কোনো বাউন্ডারি ছাড়া ধীরে ধীরে এগুতে থাকে তারা। তবে পূর্বের দুই ম্যাচের মত ক্রিজে টিকে থাকতে পারেননি তামিম ইকবাল। ফের ফজলহক ফারুকীর ইনসুইংয়ে আউট হয়ে যান তিনি। ফলে তিন ম্যাচেই ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার ২ বলে ৮১ রানে ১ উইকেট হারিয়েছে টাইগাররা।

ইনিংসের শুরু থেকেই রান তুলতে বেশ ভুগছিলেন তামিম। ফজলহকের বলে পরাস্ত হচ্ছিলেন তিনি। শেষ অবধি পুরোনো রোগেই ফের ধরা খেলেন বাংলাদেশ অধিনায়ক।

আগের দুই ম্যাচে ফজল হকের বলে এলবিডব্লিউ আউট হওয়া তামিম এবার হয়েছেন বোল্ড। এর আগে ২৫ বল খেলে করেছেন ১১ রান, হাঁকিয়েছেন কেবল একটা বাউন্ডারি। 

সিরিজের শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। তবে এই ম্যাচেও একাদশে পরিবর্তন এনেছে সফরকারী আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া বাঁহাতি পেসার ফরিদ আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আহমতউল্লাহ ওমরযাই, রশিদ খান, মুজিব উর রহমান, গুলবাদিন নাইব ও ফজল ফারুকি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি