ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিশ্বমঞ্চেই প্রমাণ দিতে চান নিগার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ১ মার্চ ২০২২

নিগার সুলতানা জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি

প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৫ মার্চ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে মুখিয়ে অছে বাংলাদেশ। প্রথমবার অংশগ্রহণেই নিজেদেরকে প্রমাণ করতে চান বাংলাদেশ অধিনায়ক।

টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, তার দল বিশ্বমঞ্চে নিজেদের উন্নতি দেখানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্যের প্রমাণ দিতে চান।

২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিল বাংলাদেশ নারী দল। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার খেললেও ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বমঞ্চে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত সালমা-রুমানা-জাহানারা আলমরা।

তবে শুধুমাত্র খেলার জন্যই খেলা নয়, বিশ্বমঞ্চে নিজেদের উন্নতি ও সামর্থ্য দেখাতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী দল। 

সম্প্রতি আইসিসির এক ভিডিও বার্তায় কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। সেখানে তিনি বলেন, ‘টিম বাংলাদেশের জন্য এটি অনেক বড় সুযোগ। আমাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। এই মঞ্চেই দেখাতে চাই যে, আমরা উন্নতি করছি ও বিশ্ব ক্রিকেটে প্রতিদ্বন্দ্বীতা করতে পারি।’

নিজেদের উন্নতি ও অগ্রগতি প্রামাণ করার জন্য বিশ্বমঞ্চই বড় যায়গা বলে মনে করেন নিগার। তিনি বলেন, ‘পুরো বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর থেকে আমরা দল হিসেবে এক সাথে খেলছি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার।’

টপ অর্ডার এই ব্যাটার আরও বলেন, ‘আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই এবং ভালো পারফরমেন্স দেখতে মুখিয়ে থাকা তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে চাই।’

বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনার কথা জানাতে গিয়ে জ্যোতি জানান, তারা ম্যাচ বাই ম্যাচ খেলতে চান। প্রতিপক্ষকে নিয়ে ছক কষেই খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। 

নিগার সুলতানা বলেন, ‘আমরা একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। প্রতিপক্ষ বুঝে নিজেদের শক্তি ও সামর্থ্যের জায়গায় ভরসা রেখে খেলতে চাই। ফলাফল কি হবে তা জানি না। তবে আমরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছি।’

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার মধ্যে সোমবার নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে অবশ্য ইংল্যান্ড নারী দলের কাছে ১০৯ রানের বড় ব্যবধানেই হারে বাঘিনীরা।

এছাড়া বুধাবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি