ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

লক্ষ্যে স্থির থাকতে পারলেই সাফল্য: মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৩ মার্চ ২০২২

মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ব্যাটিংয়ের সামর্থ্য দেখাতে চান বাংলাদেশ দলের অধিনায়ক। মাহমুদুল্লাহর মতে, এই ফরম্যাটে দলের উন্নতি অপরিহার্য, আর লক্ষ্যে স্থির থাকতে পারলেই দল পাবে সাফল্য। 

সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক বলেন, ‘আক্রমণাত্মক হওয়ার মানে হচ্ছে আপনি লক্ষ্য নিয়ে ব্যাট করছেন। আপনি যদি টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্দেশ্য নিয়ে ব্যাট না করেন তবে সমস্যায় পড়বেন। সেখান থেকে বেরিয়ে আসা কঠিন।’

তিনি আরও বলেন, ‘টপ-অর্ডার কিংবা মিডল-অর্ডার যেখানেই হোক নিজের শক্তির উপর ভিত্তি করে সবার ব্যাট করা গুরুত্বপূর্ণ।’

সহায়ক উইকেট ছাড়া সংক্ষিপ্ত ভার্সনে জয় পাওয়াটা এখনো বাংলাদেশের জন্য কঠিন। নিজ মাঠে সুবিধাজনক উইকেট তৈরি করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে পারলেও শক্তিশালী স্পিন আক্রমণ থাকা এশিয়ান দলগুলোর বিপক্ষে খুব কম ফলই আনতে পেরেছে বাংলাদেশ। তবে সঠিক লক্ষ্য এবং নির্ভিক ক্রিকেট খেলতে পারলে আফগানদের বিপক্ষে জয় পাওয়ার সামর্থ্য আছে মনে করছেন মাহমুদুল্লআহ।

তিনি বলেন, ‘প্রত্যাশা অবশ্যই জয়ের। টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোন নির্দিষ্ট দিনে যে কেউ জিততে পারে। শুরুটা ভাল করতে পারলে সেটা টেনে নিয়ে যেতে পারবো আমরা।’

মাহমুদুল্লাহ আরও বলেন, ‘এতটুকুই বলতে চাই, ব্যাটার-বোলার আমরা সবাই ইতিবাচক খেলার চেষ্টা করবো।’

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি