ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাকিব-রিয়াদও ব্যর্থ, লড়ছেন লিটন দাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৩ মার্চ ২০২২ | আপডেট: ১৬:০৩, ৩ মার্চ ২০২২

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এবার সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে স্বাগতিক দল। 

তবে সূচনাটা ভালো হলো না টাইগারদের। দলীয় মাত্র ১০ রানে নাঈম শেখ আউট হওয়ার পর সাজঘরে ফেরেন মুনিম শাহরিয়ারও। যাতে মাত্র ২৫ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। অভিষেক ম্যাচ খেলতে নামা মুনিম আউট হন ১৮ বলে ১৭ রান করে, রশিদ খানের বলে লেগ বিফোর হয়েই। 

তার আগে তিন চারের মার মারেন এই অভিষিক্ত ব্যাটার। এর আগে ফজল হক ফারুকীর দ্বিতীয় ওভারের প্রথম বলেই লেগ বিফোরের শিকার হয়ে ফেরেন নাঈম। ফেরার আগে পাঁচ বল থেকে মাত্র ২ রান আসে তাঁর ব্যাট থেকে।

এই দুজন দ্রুত সাজঘরে ফেরার পর ব্যর্থ হন সাকিব-রিয়াদও। ৬ বলে মাত্র ৫ রান করেই আরেক লেগ স্পিনার কাইস আহমাদের শিকার হন বাঁহাতি ব্যাটার। আর আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হয়ে ফেরেন ৭ বলে ১০ রান করা অধিনায়ক। ফলে ৪৭ রানে তৃতীয় এবং ৮০ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। 

যদিও অন্যপ্রান্তে একাই লড়াই করে যাচ্ছেন আরেক মারকুটে লিটন দাস। সঙ্গে যোগ দিয়েছেন আফিফ হোসাইন।

যাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৯২ রান। লিটন দাস ৪৪ রানে এবং আফিফ হোসাইন ১০ রানে ক্রিজে আছেন।

এদিন হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে আলোচিত ব্যাটার মুনিম শাহরিয়ারের। যিনি প্রথমবারের মত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। এছাড়া টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরীর।

মুনিম জায়গা পেলেও একাদশে আছেন নিয়মিত ওপেনার নাঈম শেখ। তবে টি-টোয়েন্টির দলে ফিরলেও চোটের কারণে একাদশে ফেরা হয়নি মুশফিকুর রহিমের। একাদশে নেই তাসকিন আহমেদও। মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাই পেস ইউনিট সামলাবেন তরুণ শরিফুল ইসলাম।

এদিকে, আফগানিস্তানের হয়েও এই ম্যাচে অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন- দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।

বাংলাদেশ একাদশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন ধ্রুব, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি