ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেন ওয়ার্ন সম্পর্কে সর্বশেষ তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ৪ মার্চ ২০২২

শেন ওয়ার্ন (১৯৬৯-২০২২)

শেন ওয়ার্ন (১৯৬৯-২০২২)

Ekushey Television Ltd.

প্রয়াত হলেন শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে মৃত্যু হল এই অজি স্পিন কিংবদন্তীর। শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটারের। ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতি দিয়ে এই খবর জানায়। 

ওই বিবৃতিতে তারা জানায়, থাইল্যান্ডে অবস্থানকালীন প্রয়াত হয়েছেন ওয়ার্ন। বিবৃতিতে বলা হয়, ‘নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। ওয়ার্নের পরিবার এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করেছে।’ 

এর বেশ কিছু এখনই জানানো হয়নি।

তবে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই অস্ট্রেলিয়ার আর এক কিংবদন্তী ক্রিকেটার রডনি মার্শের প্রয়াণে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনিও বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

সেই শোকবার্তায় ওয়ার্ন লিখেছিলেন, ‘রড মার্শ প্রয়াত হওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তী ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। রড ক্রিকেটের যত্ন করতেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন। ওঁর পরিবারকে অনেক অনেক ভালবাসা।’

এদিকে, গত সেপ্টেম্বরেই ওয়ার্ন মজা করে বলেছিলেন, কোভিড থেকে সেরে উঠতে তিনি দিনে ১০০টি সিগারেট খেতে পারেন। গত বছর কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। নিভৃতবাসে চলে যান তখন। ফলে ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ লিগে লন্ডন স্পিরিট দলকে তাঁর কোচিং করানো হয়নি।

৭০৮টি টেস্ট উইকেটের মালিক তখন মজা করে বলেছিলেন, ‘‘খুব খারাপ লাগছে, যথেষ্ট গল্ফ খেলতে পারছি না। কারণ, আমার কোভিড হয়েছে। যা বুঝছি, কোভিডকে হাল্কাভাবে নেয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনে হচ্ছে, দিনে ১০০টা সিগারেট খেতে পারলে আমি কোভিডকে হারিয়ে দিতে পারব। কিন্তু তাতে কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত ভেন্টিলেটরে চলে যেতে হল। দশ দিন নিভৃতবাসে থাকতে হয়েছে।’’

এখানেই শেষ নয়! কোভিডকে হারানোর জন্য আরও বিভিন্ন অদ্ভুত পন্থার কথা বলেছিলেন ওয়ার্ন। একবার তো ভেবেছিলেন, পশুদের কৃমিনাশক ওষুধ খাবেন। আরেকবার ভেবেছিলেন, জামা-কাপড় কাচার ব্লিচ খাবেন।

বরাবরই চমক দিতে ভালবাসতেন ওয়ার্ন। মাঠে বল হাতে যেমন চমকে দিতেন ব্যাটারদের, তেমনই মাঠের বাইরেও চমকে দিতেন নিজের ক্যারিশমায়। জীবনের শেষ বেলাতেও চমকে দিয়ে গেলেন ওয়ার্ন।

মাত্র কয়েকদিন আগেই তো ইংল্যান্ডের কোচ হতে চেয়েছিলেন এই অজি কিংবদন্তী। কিন্তু তা আর হলো কই।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি